তাহলে কি শুধু আমাদের দেশেই হিজড়া সমস্যা?
পৃথিবীর
উন্নত দেশগুলোতে ঘুরেছি অনেক কিন্তু কোথাও হিজড়া দেখতে পাইনি তাহলে কি
শুধু আমাদের দেশেই হিজড়া সমস্যা? তার মানে চিকিৎসার অভাব? নাকি উন্নত
দেশগুলোতে ওদের গ্রহণ করার শক্তি আছে বলে ওখানে ওদের রাস্তায় রাস্তায় ঘুরতে
হয় না। একটি শিশু জ্যানেটিকাল ক্রুটি নিয়ে জন্ম নেয়, কিন্তু সময়মত
চিকিৎসার অভাবে সারাটি জীবন ধরে এক অবেক্ত অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়। তার
উপর সামাজিক দৃষ্টিভঙ্গি তাঁদেরকে আরও অসহায় করে দেয়। যে পরিবারটিতে
জ্যানেটিকাল ত্রুটি নিয়ে একটি শিশু জন্ম নেয় তাঁরা সান্ত্বনা খুঁজে পায় না।
লোকলজ্জার ভয়ে শিশুর চিকিৎসাটুকু ভালোভাবে করাতে পারে না। সামাজিক
অসচেতনতায় অন্যরাও তাদেরকে সহজ ভাবে গ্রহণ করার পরিবর্তে হাস্য রসে মত্ত
হয়। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না ওরাও মানুষ ওদেরও আমাদের মতো সুখ-দুঃখ
আছে, আত্ম মর্যাদা আছে, প্রেম আছে। সব অনুভূতি গুলো পাওয়ার অধিকার ওদেরও
আছে। কিছুদিন আগে একটা জনপ্রিয় টিভি চ্যানেলে নাচের প্রতিযোগিতামূলক
অনুষ্ঠানে বিচারকরা একজন তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে প্রকাশ্যে হাস্যরসে
মত্ত হল। উন্নত দেশ হলে ওই সমস্ত অবিবেচক বিচারকদের বিচারের কাঠগড়ায়
দাঁড়াতে হতো তাঁদের নিচু মানসিকতার জন্য। শুধু আমাদের দেশ বলেই কেউ
প্রতিবাদই করলো না। হয়তো আমরা জানিও না এটা অন্যায়। ওরাও মানুষ। ওদেরও
প্রাপ্য সম্মানটুকু নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আমদেরই অবহেলায়,
অসচেতনটায়, অযত্নে সকলের অজান্তেই নিজেদের অধিকার আদায়ের জন্য অনেক
ক্ষেত্রে ওরা একসময় দানব রূপে আবির্ভূত হতে বাধ্য হয়। তখন আমাদের টনক নড়ে।
কিন্তু আমরা ভেবে দেখি না, আজকের ওদের এই পরিণতির জন্য কোন না কোন ভাবে
আমরাও দায়ী। দেরীতে হলেও দেশে ওদের নিয়ে কাজ হচ্ছে এটা একটি ভালো পদক্ষেপ।
ভবিষ্যতে আমরা ওদেরকে সমস্যা না ভেবে ওদের প্রতি সহানভুতিশীল হবো নিশ্চয়ই।
ওরা তৃতীয় লিঙ্গ। প্রথম ও দ্বিতীয় লিঙ্গ কোনটি নারী কোনটি পুরুষ আমার জানা
নেই। কিন্তু এই তিন লিঙ্গের মানুষের প্রতিই আমাদের মনুষ্যত্ব সমান থাকবে এই
কামনা করি। সুত্র: প্রিয় ডটকম
No comments