এরদোগানকে নিয়ে বিশ্বের বৃহত্তম পোস্টার
ইস্তাম্বুল বিজয়ের বার্ষিকী উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান এবং প্রধানমন্ত্রী আহমেদ দাবুতোগলুর একটি পোস্টার বিশ্বের বৃহত্তম পোস্টার হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান দখল করে নিয়েছে। ৪৭০৯ বর্গমিটার আকারের পোস্টারটি তৈরি করেছে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)। অটোম্যান শাসকদের ইস্তাম্বুল বিজয়ের ৫৬২তম বার্ষিকীতে ইস্তাম্বুলে পোস্টারটি প্রদর্শন করা হয়। শুক্রবার ইস্তাম্বুলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন। এরদোগান ও দাবুতোগলুর ছবি সংবলিত পোস্টারটির ক্যাপশন বা স্লোগান হচ্ছে, ‘জনগণই আমাদের জন্য যথেষ্ট’। পোস্টারটি উন্মুক্ত করতে ১০০ লোকের প্রয়োজন পড়ে। পরে গিনেস কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর একে বিশ্বের বৃহত্তম পোস্টারের স্বীকৃতি দেয়। এর আগে ২০১৪ সালে বিশ্বের বৃহত্তম পোস্টারটি প্রদর্শন করা হয় ভারতে যার আকার ছিল ৩ হাজার ৩৬১ বর্গমিটার।
১৪৫৩ সালের ২৯ মে অটোম্যান সুলতান মাহমুদ দ্বিতীয় ইস্তাম্বুল দখল করেন। তখন এর নাম ছিল কনস্ট্যান্টিনোপল। এর আগে প্রায় ১ হাজার বছর বাইজেনটাইনরা এটি শাসন করেন। ইস্তাম্বুল দখলের মাধ্যমে রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে তুরস্কে নতুন যুগের সূচনা হয়। এরদোগান ইস্তাম্বুল বিজয়কে ‘তুর্কি জাতির অন্যতম বৃহত্তম জয়’ বলে মন্তব্য করেন। প্রায় ৮০০ বছর আগেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) কনস্ট্যান্টিনোপল বিজয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন বাস্তবে যার রূপায়ন করেন সুলতান মাহমুদ। মহানবী বলেছিলেন, ‘একদিন কনস্ট্যান্টিনোপল জয় করা হবে। সেই বিজয়ী কমান্ডার এবং তার সৈন্যরা কতই না রহমতপুষ্ট।’ তুরস্কে আগামী ৭ জুন অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ইস্তাম্বুল বিজয়ের ওই অনুষ্ঠানে বিশাল শোডাউন করে ক্ষমতাসীন একেপি। এতে ৫ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। এপি।
১৪৫৩ সালের ২৯ মে অটোম্যান সুলতান মাহমুদ দ্বিতীয় ইস্তাম্বুল দখল করেন। তখন এর নাম ছিল কনস্ট্যান্টিনোপল। এর আগে প্রায় ১ হাজার বছর বাইজেনটাইনরা এটি শাসন করেন। ইস্তাম্বুল দখলের মাধ্যমে রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে তুরস্কে নতুন যুগের সূচনা হয়। এরদোগান ইস্তাম্বুল বিজয়কে ‘তুর্কি জাতির অন্যতম বৃহত্তম জয়’ বলে মন্তব্য করেন। প্রায় ৮০০ বছর আগেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) কনস্ট্যান্টিনোপল বিজয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন বাস্তবে যার রূপায়ন করেন সুলতান মাহমুদ। মহানবী বলেছিলেন, ‘একদিন কনস্ট্যান্টিনোপল জয় করা হবে। সেই বিজয়ী কমান্ডার এবং তার সৈন্যরা কতই না রহমতপুষ্ট।’ তুরস্কে আগামী ৭ জুন অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ইস্তাম্বুল বিজয়ের ওই অনুষ্ঠানে বিশাল শোডাউন করে ক্ষমতাসীন একেপি। এতে ৫ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। এপি।
No comments