অগ্নিগর্ভ দেশ, সংঘাত-সংঘর্ষ, গুলি, নিহত ৩, ‘কারাগার ভেঙে ফেলতে হবে’
রাজধানীসহ
সারাদেশে সংঘাত ছড়িয়ে পড়েছে। বিএনপি-জামায়াতের কর্মীদের সঙ্গে দিনভর পুলিশ
এবং ক্ষমতাসীন দলের কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ পর্যন্ত তিন জন নিহত হওয়ার
খবর পাওয়া গেছে। গাড়ি-ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নাটোরের
তেবাড়িয়ায় গুলিতে দুই জন বিএনপি কর্মী নিহত হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা
বলেছেন, সরকার দলীয় ক্যাডারদের গুলিতেই তাদের দুই কর্মী নিহত হয়েছেন।
রাজশাহীতেও বিএনপির একজন কর্মী নিহত হয়েছেন। রাজধানীর বিভিন্নস্থানে
বিক্ষিপ্ত মিছিল করেছেন সরকার বিরোধীরা। অন্যদিকে, ব্যাপক শোডাউন করেছেন
সরকার সমর্থকরা। চট্টগ্রামে পুলিশের গুলিতে প- হয়ে গেছে বিএনপির সমাবেশ।
সংঘর্ষ হয়েছে সিলেটেও। সেখানে বিএনপি বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেছে।
শিবিরের মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। কক্সবাজার শহরের বার্মিজ
মার্কেটের এলাকায় ইসলামী ছাত্র শিবির ঝটিকা মিছিল বের করার পর পুলিশের
সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ঘটনা ঘটে। সোমবার সকাল সাড়ে
১০টার দিকে বার্মিজ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে কক্সবাজারে জেলায়
বিভিন্ন স্থান থেকে জামায়াত-বিএনপির ৬২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
ভোলায় বিএনপি’র বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বেলা ১১টার দিকে বিএনপি, যুবদল
ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের
ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
টিয়ারসেল ও ৪৩টি শট গানের গুলি ছোড়ে। অপরদিকে শহরের বাংলা স্কুল মোড়ে সকালে
বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে মিছিলকারীরা। এ সময় কয়েকটি দোকানও ভাংচুর
করা হয়। নারায়ণগঞ্জের তিনটি স্থানে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে
পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক ক্যামেরা
পার্সনসহ আহত হন অন্তত ৩৫ জন। এছাড়া, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর,
সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনাসহ দেশের বেশিরভাগ জেলাতেই সংঘর্ষ হয়েছে।
‘কারাগার ভেঙে ফেলতে হবে’
সরকার
সারাদেশকে কারাগারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন সময় এসেছে, জাতীয়
কবির ভাষায় বলতে হবে‘ লাথি মার ভাঙরে তালা, যতসব বন্দিশালা’। সারা দেশে
সরকারের তৈরি এ কারাগার ভেঙে ফেলতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিরীহ
মানুষদের ওপর গুলি করা হচ্ছে। যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি তারা
ফ্যসিবাদী শক্তি। এই ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করতে হবে। দুপুরের পর জাতীয়
প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।
No comments