ভিঞ্চির ‘দ্য লাস্ট সাপার’ দেখলেন প্রধানমন্ত্রী
দশম আসেম শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে ইতালি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার কিংবদন্তি শিল্পী লেওনার্দো দা ভিঞ্চির ‘দ্য লাস্ট সাপার’ ছবিটি দেখেছেন। সান্তা মারিয়া ডেলে গ্রাজিয়ের চার্চে অবস্থিত ভিঞ্চির এ ছবিটি দেখেন প্রধানমন্ত্রী।
দর্শনার্থীদের জন্য চার্চের ডাইনিং হলের দেয়ালে ভিঞ্চির অন্যতম এই কীর্তিটি শোভা পাচ্ছে। ভিঞ্চি ১৪৯১-৯৮ সালের মধ্যে বিখ্যাত এই চিত্রকর্মটি এঁকেছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। জাদুঘরের সহকারী এর ঐতিহ্য, ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন। অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, শিল্পী সাহাবুদ্দিন ও শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী ওরফে অবন্তী এ সময় উপস্থিত ছিলেন।
এ চিত্রকর্মটি মিলানের বিশ্বমানের সম্পদ হিসেবে বিবেচিত এবং সান্তা মারিয়া ডেলে গ্রাজিয়ের চার্চ রেনেসাঁ যুগের ভবন হিসেবে পরিচিত। বাসস।
No comments