মিশেল ওবামার ওলকপি নাচ
‘ওলকপি নাচ’ দেখালেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা। নৃত্য ইতিহাসে এ ধরনের কোনো নাচের নাম শোনা না গেলেও ওলকপি হাতে নিয়ে এই বিশেষ নাচের প্রবর্তন করেছেন মানুষকে সবজিতে আগ্রহী করতে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা খাদ্যাভাসে বরাবরই সচেতন। ছোটবেলায় ছেলেমেয়েরা যাতে মুটিয়ে না যায়, সে জন্য বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক ক্যাম্পেইনে অংশ নেন তিনি। মানুষকে সবজি খাওয়ার ব্যাপারে আগ্রহ তৈরি করতেই সম্প্রতি ওলকপিসহ বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে নাচ করেছেন মিশেল ওবামা।
পপসংগীতের তালে তালে মাথা ঝুঁকিয়ে শরীর দোলা দিয়ে দর্শকদের আকর্ষণ করেছেন তিনি। সুস্থ শরীর গঠনে অপরিহার্য বলে ওই সময় মন্তব্য করেন তিনি। আমেরিকার ফার্স্টলেডির এই নৃত্য ইন্টারনেটে ব্যাপক আলোচনা, সমালোচনা সাড়া তুলেছে। বুধবার হোয়াইট হাউস তার নাচের এই ভিডিওটি প্রচার করে। মঙ্গলবার স্কুলের ছাত্রদের সঙ্গে চীনাবাদামের বার্ষিক ফলন দেখতে হোয়াইট হাউসের সবজি বাগানে খুব ব্যস্ত সময় কাটান মিশেল ওবামা।
No comments