শেষ নিঃশ্বাস পর্যন্ত মাঠে থাকব : ইমরান
শেষ নিঃশ্বাস পর্যন্ত রেড-জোনে অবস্থান করার ঘোষণা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। বৃহস্পতিবার বিক্ষুব্ধ ইমরান দেশব্যাপী আন্দোলন চালানোর ঘোষণা দিয়ে দেশের সব প্রদেশে আন্দোলন ছড়িয়ে দেয়ার জন্য নিজ দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। এদিকে তিনি পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব এবং ইসলামাবাদের নবনিযুক্ত আইজিকে সতর্ক করে বলেছেন, ‘তারা যেন না ভাবেন যে পার পেয়ে যাবেন।’ তিনি বলেন, যদি তার সমর্থকদের কিছু করা হয় তবে তিনি নিজেই নতুন আইজিকে জেলে পাঠাবেন। ক্ষুব্ধ ইমরান বলেন, যতক্ষণ জীবন আছে ততক্ষণ রেড জোনেই থাকব। ইমরান বলেন, প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। আর আমরা কোনো আইন ভাঙছি না। সুপ্রিমকোর্টের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, আমি আবেদন জানাব কোর্ট যেন সব প্রতিবন্ধকতা তুলে নেন।
পার্লামেন্টের পেছন দরজা দিয়ে পালালেন এমপিরা পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের অবরোধের মুখে পার্লামেন্টের পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছেন এমপিরা। নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে চলতে থাকা কয়েকদিনের আন্দোলনের পর বুধবার পার্লামেন্ট ভবন ঘেরাও করে তাহির-উল কাদরি ও ইমরান খানের সমর্থকরা। তারা পার্লামেন্ট থেকে কাউকে বের হতে কিংবা কাউকে সেখানে প্রবেশ করতে দেবে না বলে ঘোষণা দেয়। কাদরির দল পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) ও ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মীরা ছয়দিন ধরে ইসলামাবাদের রাজপথে অবস্থান নিয়ে আছে। মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা ক্রেন ও বোল্ট কাটারের সাহায্যে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। বুধবার বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রী ও এমপিদের অবরুদ্ধ করার নির্দেশ দেন কাদরি। সেদিন তারা পার্লামেন্ট ভবনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। ‘যারা ভেতরে আছে তাদের বের হতে দেবেন না, আর বাইরের কাউকে সেখানে ঢুকতে দেবেন না’, বলেন কাদরি। পার্লামেন্ট পুলিশ ও দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের কোনো বাধা দেয়নি। কাদরিও তার সমর্থকদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। সরকারদলীয় এমপি মারভি মেমন বলেন, পার্লামেন্ট উপস্থিত সব এমপিই বিক্ষোভকারীদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং সরকারের প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছেন। পার্লামেন্টের পেছনে থাকা বিকল্প পথে তারা কাজ শেষে বেরিয়ে এসেছেন বলে জানান মরাভি। বৃহস্পতিবার পার্লামেন্টের অধিবেশন আবার বসবে জানিয়েছে তিনি আরও বলেন, ‘সেখানে রয়েছে গুটিকয়েক বিক্ষোভকারী। তারা জনগণের প্রতিনিধিত্ব করে না।’
No comments