তিন্নি মুখ খুললেন by মাহমুদ মানজুর
মুখ খুলেছেন শ্রাবস্তী তিন্নি। প্রকাশ্যে
নয়। আড়ালে থেকে ফেসবুকে। তা-ও আবার প্রাক্তন প্রেমিক-স্বামী আদনান ফারুক
হিল্লোলকে উদ্দেশ্য করে। হিল্লোলের সঙ্গে বিবাদ এবং বিচ্ছেদের পর সম্ভবত
এবারই প্রথম ব্যক্তিগত জীবন নিয়ে কোন মন্তব্য করলেন তিন্নি। মন্তব্যে
হিল্লোলের প্রতি অভিযোগের আঙুলও তুলেছেন। আল্লাহর কাছে বিচারও চেয়েছেন
ফেসবুকে লেখা ওই স্ট্যাটাসে। আলোচিত এবং আবেগী এ স্ট্যাটাসের শুরুটা এমন,
‘আদনান ফারুক হিল্লোলের নাটকই শেষ হতে চায় না।’ অতীত ফিরিস্তি ঘেঁটে দেখা
যায়, তিন্নি-হিল্লোলের বিবাহ বিচ্ছেদের পর তাদের একমাত্র কন্যা ‘ওয়ারিশা’কে
নিয়ে বেশ টানাহেঁচড়া শুরু হয় দুই পরিবারের মধ্যে। তাও ওয়ারিশার বয়স তখন
মাত্র ছয় থেকে আট মাস! বিচ্ছেদের প্রথম দিকে বাবা-দাদীর (হিল্লোল ও তার মা)
সঙ্গে থাকলেও শেষ বছর তিনেক মা-নানী’র হেফাজতেই রয়েছে ওয়ারিশা। এ নিয়ে গেল
বছর হিল্লোল আইন-আদালত-সংবাদ মাধ্যমেরও শরণাপন্ন হয়েছেন। বিষয়টি নিয়ে
একরকম তুলকালাম ঘটে যায় সর্বত্র। কারণ, হিল্লোল ইমোশনালি অভিযোগ তুলেছেন
তার পিতৃত্বের অধিকার হরণের। বলেছেন, তার কন্যা ওয়ারিশা নিখোঁজ! বহুদিন তার
আদরের কন্যার কোন হদিস পাচ্ছেন না তিনি। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিন্নির
পরিবার কোনভাবেই চাইছে না ওয়ারিশাকে হিল্লোলের কাছে দিতে। কারণ, হিল্লোলের
সংসারে তখন বাসা বেঁধেছেন সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী নওশীন নাহরীন মৌ।
তাই তিন্নি পরিবারের একটাই মন্তব্য, সৎমায়ের সংস্পর্শে দেয়া যাবে না
ওয়ারিশাকে। অন্যদিকে পিতা-অভিনেতা হিল্লোলের মন্তব্যটাও ছিল বেশ কাছাকাছি।
তার ভাষায়, তিন্নির যে লাইফস্টাইল তাতে করে তার কন্যার জীবনটাও ধ্বংস হয়ে
যাবে। তিনি পিতা হিসেবে কন্যার এমন ক্ষতি করতে পারেন না। তাই তিনি তার
পিতৃত্বের অধিকার নিয়ে লড়ে যাচ্ছেন এখনও। তবে ফেসবুকে এ বিষয়ে তিন্নির
অভিমত বেশ স্পষ্ট। স্ট্যাটসে তার ভাষায়, ‘নওশীন নাহরীন মৌকে বিয়ে করলেন।
কোথায় তাদের নতুন সংসারের স্বপ্ন বুনবেন। না, ওসব বাদ দিয়ে আমার মেয়ের
পেছনে লেগেছেন। বাচ্চাটা নয় মাস থেকে আমার সাথে। আল্লাহ যদি থাকে এই
দুনিয়ায়, তাহলে হয়তো বিচার করবেন এজ সুন এজ পসিবল।’ তিন্নির ভাষায় স্পষ্ট
তিনি এখনও প্রায় অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন। নজরবন্দি আছেন পরিবারের
সঙ্গে ইস্কাটন গার্ডেনের সরকারি কোয়ার্টারে। তাই তো ওয়ারিশাকে কাছে রাখার
জন্য আল্লাহর কাছে বিচার চেয়েছেন। মনের কষ্টে হিল্লোলকে বলেছেন, তাকে ও তার
মেয়েকে বিরক্ত না করে নওশীন নাহরীন মৌকে নিয়ে নতুন সংসারের স্বপ্ন বুনতে!
এদিকে শুধু এই আলোচিত-আবেগী স্ট্যাটাসই নয়। মাসখানেক ধরে ইস্কাটন গার্ডেন
লোকেশন থেকে ফেসবুকে দারুণভাবে সচল হয়েছেন তিন্নি। ঘন ঘন নানামাত্রিক
স্ট্যাটাসের পাশাপাশি প্রচুর ছবিও আপলোড করছেন নিজ ওয়ালে। প্রকাশ করছেন
ওয়ারিশাকে নিয়ে দারুণ দারুণ ছবি-সেলফি। একটু অবাক হলেও সত্যি, এসব
ব্যক্তিগত ছবির পাশাপাশি সম্প্রতি তিনি হিল্লোলের সঙ্গে ঘনিষ্ঠ একটি ছবিও
আপলোড করেছেন। ছবিতে দেখা যায়, হিল্লোলকে জড়িয়ে ধরে কেক খাইয়ে দিচ্ছেন
তিন্নি। যে ছবিটি সম্ভবত বছর পাঁচ-ছয়েক আগে নিজ ঘরে দু’জনের একজনের
জন্মদিনে তোলা। এদিকে ৫৯২টি লাইক আর ২৫টি পজিটিভ কমেন্ট পড়া আলোচিত এই
স্ট্যাটাসের মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন তিন্নি। বলেছেন, ‘আমি আপনাদের
সবার কাছ থেকে আশীর্বাদ চাই। আমি আর আমার মেয়ে যেন শান্তিতে একসঙ্গে থাকতে
পারি। ফিলিং স্যাড এট ইস্কাটন।’ এদিকে গেল বছর অক্টোবরের শেষ দিকে তিন্নি
দারুণভাবে আলোচনায় আসেন নিজের একটি সেলফি প্রকাশ করে। ওই ছবিটিতে ‘কঙ্কাল
তিন্নি’কে দেখে সবাই আঁতকে উঠেছেন। দারুণভাবে আফসোস করেছেন। অনেকেই বলেছেন,
তিন্নি অধ্যায়ের অকাল পরিণতি স্পষ্ট হয়েছে সেই ছবির মধ্য দিয়ে। তবে
সাম্প্রতিক সময়ে ফেসবুকে তিন্নির ছবি এবং এক্টিভিটি নতুন করে আশা জাগিয়েছে
তার পুরনো অসংখ্য ভক্ত মনে। অন্যদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, এরই
মধ্যে তিন্নি ফিরে এসেছেন সুস্থ জীবনে। এখন তার সারা বেলা কাটে মেয়ের সঙ্গে
লুটোপুটি করে। অন্যদিকে ‘ই.ভেন্ট৩৬৫.কম’ শীর্ষক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট
প্রতিষ্ঠানের সঙ্গেও নিজেকে জড়িয়েছেন সম্প্রতি। তবে হতাশার বিষয়, গ্ল্যামার
মিডিয়ার প্রতি তিন্নি ও তার পরিবারের অনীহা এখন পাহাড় ছুঁই। ফলে তিন্নি
স্বাভাবিক জীবনে ফিরলেও সহসা অভিনয়ে ফিরছেন না। এটুকু স্পষ্ট আপাতত।
No comments