সরকার গুম ও অপহরণের দায় এড়াতে পারে না- ওবায়দুল কাদের @মানবজমিন
সরকার কোনভাবেই গুম ও অপহরণের দায় এড়াতে পারেনা বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের আলেকজান্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য কিছুদিন ধরে যে হারে অপহরণ ও গুম চলাচ্ছে, যেহেতু আমরা সরকারে আছি, সেহেতু গুম ও অপহরণের দায় সরকার কোনভাবে এড়াতে পারে না। দেশে অচিরে দেশে গুম ও অপহরণ বন্ধ হবে বলে আশা করেন তিনি। যারা এসব ঘটনার সাথে জড়িত সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়াও আশ্বাস দেন তিনি। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশে বিদ্যুৎ, যোগাযোগসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন করেছে। যা অন্য কোন সরকার করতে পারেনি। একটি মহল সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র চলাচ্ছে। এসব যড়যন্ত্র ও অপপ্রচার কোন কাজে আসবেনা। তাই সবাইকে এসব বিষয়ে সর্তক থাকার পরামর্শ দেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাওলা চৌধুরী, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments