মিসরে সেনাসমর্থিত সরকারের পদত্যাগ
পদত্যাগের ঘোষণা দিয়েছে মিসরের সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার। প্রধানমন্ত্রী হাজেম এল-বেবলাবি দেশটির টেলিভিশনে দেয়া এক ভাষণে এ পদত্যাগের ঘোষণা দেন। তবে পদত্যাগের বিষয়ে কোনো ক?ারণ জানা যায়নি। এদিকে সংবাদ মাধ্যম আল-হামরায় প্রকাশিত খবরে জানা যায়, হাজেম এল-বেবলাবির স্থলাভিষিক্ত হচ্ছেন গৃহায়ণমন্ত্রী ইব্রাহিম মিহলিব। ব্যাপক বিক্ষোভের মুখে গত বছরের জুলাইয়ে মুরসির পতনের পর দায়িত্ব নেন বেবলাবি। আল-হামরায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, বর্তমান মন্ত্রিসভার সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আদেল মানসুরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পত্রিকাটি আরও জানায়, সোমবার এক ১৫ মিনিট স্থায়ী বৈঠকের পর এ সিদ্ধান্ত গ্রহণ করে। হাজেম এল-বেবলাবি তার ভাষ্যে এ পদত্যাগের পেছনে কোনো কারণ উল্লেখ করেননি। ধারণা করা হয়েছিল মিসরীয় সেনাপ্রধান আবেদল ফাত্তাহ আল-সিসি সামরিক বাহিনীসমর্থিত সরকারের প্রেসিডেন্ট হবেন। ইতিপূর্বে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু পরিষদ বাতিল হয়ে পড়লে নতুন দিকে বাঁক নিতে যাচ্ছে মিসরের রাজনৈতিক পরিস্থিতি। মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর মিসরের সামরিক বাহিনী হাজেম এল-বেবলাবিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়। ল্যাভরভ বলেন, ‘বিরোধীদের এই আন্দোলন সশস্ত্র চরমপন্থীদের দ্বারা পরিচালিত হচ্ছে। এর ফলে দেশটির সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।’
No comments