রোবট হবে মানুষের চেয়ে বুদ্ধিমান?
কম্পিউটারচালিত রোবট ২০২৯ সালের মধ্যেই সব কাজে আমাদের চেয়ে করিতকর্মা হয়ে উঠবে। তারা মানুষের সঙ্গে ঠাট্টা-তামাশা ও কৌতুক করতে পারবে এবং অভিজ্ঞতা থেকে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে শিখে নিতে পারবে। প্রযুক্তিবিষয়ক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান গুগলের প্রকৌশল বিভাগের পরিচালক রে কারজওয়েইল বলেন, এমন দিন খুব বেশি দূরে নয়, যখন রোবটেরা নানাবিধ দক্ষতায় সবচেয়ে বুদ্ধিমান মানুষটিকেও ছাড়িয়ে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিশেষজ্ঞ ৬৬ বছর বয়সী কারজওয়েইল ইতিমধ্যে প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েকবার নির্ভুল অনুমান করে সুনাম কুড়িয়েছেন। দাবা খেলায় কম্পিউটার ১৯৯৮ সালের মধ্যে চ্যাম্পিয়ন হবে বলে তিনি ১৯৯০ সালে ভবিষ্যদ্বাণী করেছিলেন। আইবিএমের ডিপ ব্লু নামের কম্পিউটারটি ১৯৯৭ সালে গ্যারি ক্যাসপারভকে দাবায় হারিয়ে কারজওয়েইলের সেই ভবিষ্যদ্বাণীকে সার্থক করে।
আর ইন্টারনেটের ব্যবহার সীমিত আকারে শুরুর পর কারজওয়েইল বলেছিলেন, একদিন এই প্রযুক্তি সারা বিশ্বকে এক সুতোয় গেঁথে ফেলবে শিগগিরই। সেই কারজওয়েইল এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেন, ১৫ বছরের মধ্যেই রোবটেরা মানুষকে ছাড়িয়ে যাবে। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক বিকাশের ফলে তিনি এ ধরনের ভবিষ্যদ্বাণী করেন। জোয়াকিন ফিনিক্স অভিনীত হলিউড চলচ্চিত্র হার ইতিমধ্যে এআইয়ের সর্বাধুনিক প্রয়োগ দেখিয়েছে। আর এসব বিষয়ে আজকাল বিশেষজ্ঞ মতামতের প্রতি জনসাধারণও যথেষ্ট আস্থা দেখাচ্ছে। অ্যাপল কম্পিউটারে ব্যবহার করা হয় কণ্ঠস্বর শনাক্তকারী প্রযুক্তি সিরি। এর মাধ্যমে কম্পিউটারের সঙ্গে রীতিমতো কথা বলা যায়। আর গুগল ইতিমধ্যে তৈরি করেছে স্বয়ংক্রিয়ভাবে চালিত মোটরগাড়ি। তাই কারজওয়েইল মনে করেন, তাঁর এবারের ভবিষ্যদ্বাণীটি মোটেও আকাশকুসুম ব্যাপার নয়। দ্য ইনডিপেনডেন্ট।
No comments