সুনন্দার মৃত্যু বিষে : বিজেপি
ভারতের মানবসম্পদ উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্কারের মৃত্যুরহস্য ঘিরে এবার বাকযুদ্ধে লিপ্ত হয়েছে কংগ্রেস-বিজেপি। পাঁচ সপ্তাহ আগে রহস্যজনকভাবে সুনন্দার মৃত্যু ঘটে। এর পর সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিজেপি নেতা সাবরামানিয়ান স্বামী বলেন, ‘সুনন্দাকে রাশিয়ার বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে।’ এর প্রতিবাদে সুনন্দার স্বামী কংগ্রেস সদস্য এবং মন্ত্রী শশী থারুর প্রমাণ চাইলে প্রতি উত্তরে স্বামী বলেন, ফরেনসিক প্রতিবেদনই এর প্রমাণ। নয়াদিল্লির একটি পাঁচতারা হোটেলের নিজ কক্ষে সুনন্দার মৃতদেহ পাওয়া যায়। ওই দিন রাত ৯টায় শশী থারুরের ব্যক্তিগত সচিব অভিনব কুমার সরোজিনি নগর থানায় ফোন করে সুনন্দার মৃত্যুর খবরটি জানান।
এর চার ঘণ্টা আগে সুনন্দার মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছিল মৃত্যুটি ছিল ‘আকস্মিক ও অস্বাভাবিক’। তদন্তের প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় বিষক্রিয়া বা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার কোনো আলামত প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তবে অতিরিক্ত ড্রাগ গ্রহণের কারণে মৃত্যু হওয়ার বিষয়টি উড়িয়ে দেয়া যাচ্ছে না। প্রকৃত কারণ জানতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গেছে। এদিকে পাকিস্তানি সাংবাদিক মেহের তারারের সঙ্গে তার স্বামী শশীর সম্পর্ক নিয়ে তিনি খুব অবসন্ন ছিলেন সুনন্দার টেলিফোন কথোপকথনে জানা যায়। মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, শশী থারুরের সঙ্গে মেহেরের প্রেম ছিল। এর জের ধরেই তাদের দাম্পত্য জীবনে ঝড় বয়ে যাচ্ছিল।
No comments