লোকসভায় একাই লড়বেন মমতা
কংগ্রেস বা বিজেপির জোটসঙ্গী হিসেবে নয়, লোকসভা নির্বাচনে একাই লড়বেন তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দিল্লিতে সংসদভবনের বাইরে একথা ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। গত লোকসভা ও পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছিলেন মমতা। সংসদে ঢোকার মুখে এদিন জোট সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে মমতা বলেন, ‘আমরা একাই চলছি। কারও সঙ্গে জোট নিয়ে কথা বলছিল না। তবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা হতেই পারে। কংগ্রেস-বিজেপির সঙ্গে আমরা নেই। লোকসভা নির্বাচনে একাই লড়বে তৃণমূল কংগ্রেস।’ চার রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের পর্যদস্ত হওয়াকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে মানুষের রাগের বহির্প্রকাশ বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। তার সাফ কথা,
‘সময় এসেছে আঞ্চলিক দলগুলো একজোট হয়ে কেন্দ্রে একটি উপযুক্ত ও স্থায়ী সরকার গঠন করার। কংগ্রেস দিল্লিতে এবার সরকার গড়তে পারবে না। ভারতজুড়ে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে সিপিএম-সিপিআইসহ সব কমিউনিস্ট দল। আগামী সাধারণ নির্বাচনের পর একমাত্র আঞ্চলিক দলগুলোর ঐক্যবদ্ধ শক্তিই পারবে একটি স্থায়ী এবং উপযুক্ত সরকার দিতে।’ এদিন সংসদের সেন্ট্রাল হলে মমতা বিভিন্ন রাজ্যের সংসদ সদসদের সঙ্গে কথা বলেন। আলোচনা করেন অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা তৈরি থেকে শুরু করে নানা বিষয় নিয়েও। বিকেলে দিল্লির জামা মসজিদের ইমাম বুখাতিরের সঙ্গে দেখা করেন। ইমাম তার ছেলের বিয়েতে মমতাকে নিমন্ত্রণ করেছিলেন। কিন্তু তিন দিন আগে বিয়েতে না আসতে পারলেও এদিন এসে দেখা করেন। বুখারির শিগগিরই কলকাতায় আসবেন বলেও মমতাকে জানিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মমতা জানান, কেন্দ্রীয় সরকার একের পর এক যেসব জনবিরোধী নীতি গ্রহণ করেছে তাতে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন। পেঁয়াজ, রান্নার গ্যাস ও পেট্রলের মূল্যবৃদ্ধির কথাও উল্লেখ করে তিনি জানান, পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কথা শুনে তার নেতৃত্বাধীন রাজ্য সরকার কাজ করছে। চার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রমাণ করে দিয়েছে কংগ্রেসবিরোধী ভোট বেড়ে চলেছে ক্রমাগত। একইভাবে তিনি কমিউনিস্ট দলগুলোকেও আক্রমণ করেছেন।
No comments