প্রথম পোলিশ প্রধানমন্ত্রী তাদেউসজ চলে গেলেন
সমাজতন্ত্রের অবসানের পর পোল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী তাদেউসজ মাজোউয়েককি পোল্যান্ডের নাগরিকদের শোকের সাগরে ভাসিয়ে চল গেলেন। সোমবার সকালে হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন তার একান্ত সচিব। মারা যাওয়ার সময় তাদেউসজ মাজোউয়েককির বয়স হয়েছিল ৮৬ বছর। কমিউনিস্ট নেতা ও বিরোধীদের মধ্যে ‘গোলটেবিল বৈঠকের’ এ স্থপতিকে বুধবার প্রচণ্ড জ্বরের কারণে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তার একান্ত সচিব।
ওই গোলটেবিল বৈঠকের মাধ্যমে ১৯৮৯ সালের নির্বাচনের পথ প্রশস্ত হয়েছিল। এ নির্বাচনে জয় পেয়ে প্রধানমন্ত্রী হন তাদেউসজ। নির্বাচনে তার সলিডারিটি পার্টির জয়ের মাধ্যমে পূর্ব ইউরোপজুড়ে কমিউনিস্ট সরকারের পতন শুরু হয়। ১৯৯০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তাদেউসজ। ইউরোপীয় ইউনিয়নে পোল্যান্ডের অন্তর্ভুক্তির পক্ষে ভূমিকা পালনকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তাদেউসজের মৃত্যুতে শোকাহত পোল্যান্ডবাসী। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাডোস্ল সিকোরস্কি তাদেউসজকে পোল্যান্ডের মুক্তি ও স্বাধীনতার জনকদের একজন হিসেবে অভিহিত করেন।
No comments