রোমের নাগরিকত্ব পেলেন সুচি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী ও বিরোধীদলীয় নেত্রী অং সান সুচি রোববার রোমের সম্মানসূচক নাগরিক হলেন। দীর্ঘ ১৯ বছর পর তাকে এ সম্মান দেয়া হল। এর আগে ২০০৭ সালে কানাডা ও ২০১২ সালে ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করেন সুচি। এএফপির খবরে বলা হয়, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সুচিকে ১৯ বছর আগে ১৯৯৪ সালে এ নাগরিকত্ব দেয়া হলেও দীর্ঘ দুই দশকের অধিকাংশ সময় মিয়ানমারে গৃহবন্দি থাকায় তিনি এ পুরস্কার গ্রহণ করতে পারেননি। রোমের মেয়র ইগনাজিও মারিনো তার টুইটার অ্যাকাউন্টে বলেন, এ নগরী অবশেষে মুক্ত অংসান সুচিকে সম্মানসূচক নাগরিকত্ব দিতে পেরেছে।
টাউন হলে এক অনুষ্ঠানে বিনম্র সুচি জীবনে বিশেষ কিছু করার কথা অস্বীকার করে বলেন, তিনি তার জীবনে পছন্দকে প্রাধান্য দিয়েছেন, বিসর্জনকে নয়। সুচি সোমবার ইতালির প্রধানমন্ত্রী এনরিক লেত্তা ও প্রেসিডেন্ট জিওরগিও ন্যাপোলি তানোর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। এ খবর লেখা পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। অপর একটি নাগরিকত্ব সনদ গ্রহণে বোলোগনা নগরীতে যাওয়ার আগে তার পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করারও কথা রয়েছে। তথ্যসূত্র : এএফপি।
No comments