গবেষণাঃ বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহর ঢাকা
চলতি বছর বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহর নির্বাচিত হয়েছে রাজধানী ঢাকা। বৃটেনভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান দি ইকোনমিস্ট ইনটেলিজেন্সের ইউনিট (ইআইইউ) এ গবেষণা প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
ইআইইউ’র ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, ‘বৈশ্বিক বসবাস উপযোগিতা’ শীর্ষক এক গবেষণা জরিপের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন শহরে বসবাসের উপযোগিতা যাচাই করেছে প্রতিষ্ঠানটি।
জরিপে বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর নির্বাচিত হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রিয়ার ভিয়েনা এবং তৃতীয় কানাডার ভ্যানকুভার শহর।
২০১২ সালে ১৪০টি দেশকে এ জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থিতিশীলতা, স্বাস্থ্যসুবিধা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামোর মানদণ্ডের ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়েছে।
জরিপে বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর নির্বাচিত হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রিয়ার ভিয়েনা এবং তৃতীয় কানাডার ভ্যানকুভার শহর।
২০১২ সালে ১৪০টি দেশকে এ জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থিতিশীলতা, স্বাস্থ্যসুবিধা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামোর মানদণ্ডের ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়েছে।
No comments