রসকারণ-ঘুষকে ‘স্পিড মানি’ বলে কেন? by আব্দুল কাইয়ুম

বিল তেল যেমন গাড়ির যন্ত্রাংশের ঘর্ষণজনিত বাধা কমিয়ে সাবলীল গতি নিশ্চিত করে, তেমনি ক্ষেত্রবিশেষে ঘুষের টাকা কোনো কাজের গতি বাড়িয়ে দেয়। এ জন্য একে ‘স্পিড মানি’ বা গতি সৃষ্টিকারী টাকা বলে। দুর্নীতির অন্যতম মাপকাঠি হলো ঘুষ। দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে কয়েক বছর আগে এমন অবস্থা ছিল যে পর্যটকেরা ঘুষ না দিলে বিমানবন্দরে তাদের পাসপোর্টে সিল দেওয়া হতো না, ফিরে যেতে হতো।


আফ্রিকার একটি দেশে বিদ্যুৎ বা টেলিফোন বিল দিতে গেলে ব্যাংকে ঘুষ লাগত। বাংলাদেশের অবস্থা সে তুলনায় কিছুটা ভালো বলে টিআইয়ের তালিকায় একটু ওপরের দিকে আছে। কেমন ভালো? শুনুন। একবার এক লোক গেছেন সরকারি দপ্তরে এক কাজে। তিনি জানতেন, ‘ফুয়েল ছাড়া ফাইল নড়ে না।’ তাই ঢাললেন ফুয়েল। খুব দ্রুতই কাজটি হয়ে গেল। কাজ শেষে পিয়ন ওই ব্যক্তির হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বললেন, এটা ‘স্পিড মানি’র আপনার প্রাপ্য অংশ, বাকিটা যথারীতি ভাগ হয়ে যার যার পকেটে গেছে। নিজের দেওয়া ঘুষের টাকার অংশ যে নিজেও পেতে পারেন, এটা দেখে তিনি অবাক! ঘুষের টাকা যখন সততার সঙ্গে ভাগ করা হয় তখনই তা ‘স্পিড মানি’ হিসেবে কাজ করতে পারে।

No comments

Powered by Blogger.