ফুকুশিমা পরিদর্শনে গেলেন জাপানের নতুন প্রধানমন্ত্রী
জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা গতকাল বৃহস্পতিবার ভূমিকম্প ও সুনামিবিধ্বস্ত ফুকুশিমা এলাকা পরিদর্শনে গেছেন। এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি সেখানে গেলেন।
ফুকুশিমার দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন ও ফুকুশিমার গভর্নর ইউহেই সাতোর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে নোদার। গত ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির কারণে এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
প্রধানমন্ত্রী গতকাল ফুকুশিমার জে-ভিলেজ স্পোর্টস ফ্যাসিলিটি পরিদর্শন করেন। এখানে থেকে ছয় মাস ধরে কর্মীরা পরমাণু দুর্যোগ মোকাবিলায় কাজ করছেন। কর্মীদের উদ্দেশে নোদা বলেন, ‘ঘটনার পর থেকেই আপনারা জাপানের জনগণের জন্য সামনের সারিতে থেকে কাজ করেছেন। এ জন্য আপনাদের আমার অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানাই।’
নোদা ফুকুশিমায় মোতায়েন সেনাদেরও প্রশংসা করেন। তিনি বলেন, তাঁরা জাপানের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করছেন।
ইয়োশিহিকো নোদা গত শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী নাওতো কানের স্থলাভিষিক্ত হন। ভূমিকম্প ও সুনামি-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পদত্যাগ করেন কান।
ফুকুশিমার দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন ও ফুকুশিমার গভর্নর ইউহেই সাতোর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে নোদার। গত ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির কারণে এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
প্রধানমন্ত্রী গতকাল ফুকুশিমার জে-ভিলেজ স্পোর্টস ফ্যাসিলিটি পরিদর্শন করেন। এখানে থেকে ছয় মাস ধরে কর্মীরা পরমাণু দুর্যোগ মোকাবিলায় কাজ করছেন। কর্মীদের উদ্দেশে নোদা বলেন, ‘ঘটনার পর থেকেই আপনারা জাপানের জনগণের জন্য সামনের সারিতে থেকে কাজ করেছেন। এ জন্য আপনাদের আমার অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানাই।’
নোদা ফুকুশিমায় মোতায়েন সেনাদেরও প্রশংসা করেন। তিনি বলেন, তাঁরা জাপানের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করছেন।
ইয়োশিহিকো নোদা গত শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী নাওতো কানের স্থলাভিষিক্ত হন। ভূমিকম্প ও সুনামি-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পদত্যাগ করেন কান।
No comments