আল-কায়েদার অন্য নেতাদেরও পাকড়াও করবে যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, মার্কিন সরকার আশা করছে ওয়াশিংটনের মিত্র দেশগুলো তাদের ভূখণ্ডে লুকিয়ে থাকা আল-কায়েদার নেতাদের পাকড়াও করবে। তা না হলে যুক্তরাষ্ট্র নিজেই উদ্যোগী হয়ে তাদের পাকড়াও করবে।
গত শুক্রবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি এ কথা বলেন। তিনি বলেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তিনি একমত—ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে পাকিস্তানি শীর্ষ কর্মকর্তারা জানতেন না।
আল-কায়েদার নেতাদের অবস্থান সম্পর্কে জানতে পারলে তিনি মার্কিন সেনাবাহিনীর একতরফা অভিযানের সুপারিশ করবেন কি না জানতে চাইলে হিলারি সিবিএসকে বলেন, ‘আমি ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলব না। আমি মনে করি, যুক্তরাষ্ট্র এ অবস্থান স্পষ্ট করেছে, তাঁরা হামলার শিকার হলে এর পাল্টা জবাব দেবে।’
হিলারি বলেন, ‘বিন লাদেন ছিলেন তাঁদের প্রথম লক্ষ্য। প্রেসিডেন্ট বারাক ওবামা সাহসী পদক্ষেপ নিয়েছেন। লাদেন হত্যার অভিযান সফল হওয়ায় আমরা খুশি। এর মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে আমরা একটা বার্তা দিতে পেরেছি, আল-কায়েদার নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত কারও খোঁজ পেলে হয় তোমরা নিজেরাই তাঁকে পাকড়াও করো, নয়তো আমরাই তা করব।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, পাকিস্তানের শীর্ষস্থানীয় নেতৃত্ব না জানলেও কেউ না কেউ জানতেন। সম্প্রতি পাকিস্তান সফরকালেও আমি একই কথা বলেছিলাম।’
গত শুক্রবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি এ কথা বলেন। তিনি বলেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তিনি একমত—ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে পাকিস্তানি শীর্ষ কর্মকর্তারা জানতেন না।
আল-কায়েদার নেতাদের অবস্থান সম্পর্কে জানতে পারলে তিনি মার্কিন সেনাবাহিনীর একতরফা অভিযানের সুপারিশ করবেন কি না জানতে চাইলে হিলারি সিবিএসকে বলেন, ‘আমি ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলব না। আমি মনে করি, যুক্তরাষ্ট্র এ অবস্থান স্পষ্ট করেছে, তাঁরা হামলার শিকার হলে এর পাল্টা জবাব দেবে।’
হিলারি বলেন, ‘বিন লাদেন ছিলেন তাঁদের প্রথম লক্ষ্য। প্রেসিডেন্ট বারাক ওবামা সাহসী পদক্ষেপ নিয়েছেন। লাদেন হত্যার অভিযান সফল হওয়ায় আমরা খুশি। এর মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে আমরা একটা বার্তা দিতে পেরেছি, আল-কায়েদার নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত কারও খোঁজ পেলে হয় তোমরা নিজেরাই তাঁকে পাকড়াও করো, নয়তো আমরাই তা করব।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, পাকিস্তানের শীর্ষস্থানীয় নেতৃত্ব না জানলেও কেউ না কেউ জানতেন। সম্প্রতি পাকিস্তান সফরকালেও আমি একই কথা বলেছিলাম।’
No comments