স্পারদের হাতে মিলানের বিদায়
টটেনহাম হটস্পার আর্সেনালের ছায়ায় ঢাকা পড়ে আছে অনেক কাল। এবার মনে হয় সেই ছায়া থেকে বেরিয়ে আসতে পারবে উত্তর লন্ডনের ক্লাবটি। পারবে কী, এর মধ্যেই তো স্পাররা ‘গানার’দের অতিক্রম করে এসেছে। কেড়ে নিয়েছে পাদপ্রদীপের আলো। কাতালান ‘কাঁটা’ সরিয়ে গানাররা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে যেতে পারেনি, অথচ সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলানকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে স্পাররা।
পরশু নিজেদের মাঠে দ্বিতীয় লেগে মিলানকে গোলশূন্য ড্রতে আটকে দিয়েছে টটেনহাম। সান সিরোতে পিটার ক্রাউচের ৮০ মিনিটে করা গোলে জিতেছিল তারা প্রথম লেগ। ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতায় প্রথমবারের মতো শেষ আটে উঠেছে রাউল গঞ্জালেসের শালকে। নিজেদের মাঠে দ্বিতীয় লেগ জিতেছে তারা ৩-১ গোলে। প্রথম লেগে ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ফিরেছিল তারা ১-১ গোলের ড্র নিয়ে।
পরশু নিজেদের মাঠে দ্বিতীয় লেগে মিলানকে গোলশূন্য ড্রতে আটকে দিয়েছে টটেনহাম। সান সিরোতে পিটার ক্রাউচের ৮০ মিনিটে করা গোলে জিতেছিল তারা প্রথম লেগ। ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতায় প্রথমবারের মতো শেষ আটে উঠেছে রাউল গঞ্জালেসের শালকে। নিজেদের মাঠে দ্বিতীয় লেগ জিতেছে তারা ৩-১ গোলে। প্রথম লেগে ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ফিরেছিল তারা ১-১ গোলের ড্র নিয়ে।
No comments