মরক্কোর বাদশাহর সমন্বিত সাংবিধানিক সংস্কারের অঙ্গীকার
মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ সমন্বিত সাংবিধানিক সংস্কারের অঙ্গীকার করেছেন। গত বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই অঙ্গীকার করেন। গত মাসে দেশব্যাপী বিক্ষোভের পর এই প্রথমবারের মতো তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন।
টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ওই ভাষণে বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ বলেন, তাঁরা সমন্বিত সাংবিধানিক সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সাতটি বড় ধরনের সংস্কারের কথা উল্লেখ করেন। এর মধ্যে একটি হলো, কীভাবে প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে বাদশাহ নিজের পছন্দমতো কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন না। নির্বাচনে বিজয়ী দল থেকে প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।
বাদশাহ বলেন, প্রধানমন্ত্রীর কাছে নির্বাহী ক্ষমতা থাকবে। প্রধানমন্ত্রী সরকার, প্রশাসন ও সরকারি কর্মসূচি বাস্তবায়নের জন্য সম্পূর্ণভাবে দায়বদ্ধ থাকবে।
বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ জানান, সংবিধান সংস্কারের ব্যাপারে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী জুন মাসে কমিটি তাদের প্রস্তাব পেশ করবে।
টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ওই ভাষণে বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ বলেন, তাঁরা সমন্বিত সাংবিধানিক সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সাতটি বড় ধরনের সংস্কারের কথা উল্লেখ করেন। এর মধ্যে একটি হলো, কীভাবে প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে বাদশাহ নিজের পছন্দমতো কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন না। নির্বাচনে বিজয়ী দল থেকে প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।
বাদশাহ বলেন, প্রধানমন্ত্রীর কাছে নির্বাহী ক্ষমতা থাকবে। প্রধানমন্ত্রী সরকার, প্রশাসন ও সরকারি কর্মসূচি বাস্তবায়নের জন্য সম্পূর্ণভাবে দায়বদ্ধ থাকবে।
বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ জানান, সংবিধান সংস্কারের ব্যাপারে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী জুন মাসে কমিটি তাদের প্রস্তাব পেশ করবে।
No comments