ওয়েস্ট ইন্ডিজ শেষ ২০৩ রানেই
মালিঙ্গা, কুলাসেকেরা ও অভিজ্ঞ মুরালিধরনের নিয়ন্ত্রিত বোলিং কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২০৩ রানেই থামিয়ে দিয়েছে। মালিঙ্গা ৩টি ও কুলাসেকেরা এবং মুরালিধরন উভয়েই দুটি করে উইকেট নিয়ে ক্যারিবীয় ইনিংসকে থামিয়ে দিয়েছেন নাগালের অনেক ভেতরেই। কলম্বোর অনিশ্চিত আবহাওয়া কোনো বাধার সৃষ্টি না করলে এই ম্যাচের পাল্লা যে শ্রীলঙ্কার দিকেই রয়েছে, একথাকে বাড়াবাড়ি বলেও মনে হচ্ছে না।
কলম্বোর আজকের সকালটিও ছিল মেঘাচ্ছন্ন। তবে বৃষ্টি না হওয়ায় খেলা নির্ধারিত সময়েই শুরু হয়। অধিনায়ক কুমার সাঙ্গাকারা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ওয়েস্ট ইন্ডিজও ইনিংসের শুরুটা একেবারে মন্দ করেনি। স্কোরবোর্ডে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান তুলে ফেলার পর কুলাসেকেরার বলে এলবি’র ফাঁদে পড়েন ব্যারেথ। সেই ৪৫ রানেই মুরালিধরন ক্রিস গেইলকে ফিরিয়ে দিলে মোটামুটি বিপর্যয়ের মুখেই পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ব্রাভো ও সারওয়ানের মধ্যে গড়ে ওঠে একটি সম্ভাবনাময় জুঁটি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দলীয় ৯৪ রানের মাথায় সারওয়ান আউট হয়ে যান। এরপর ১৩২ রানের মাথায় ডোয়াইন ব্রাভো ও ১৩৮ রানে পোলার্ড আউট হলে বড় স্কোরের আশা মিইয়ে যেতে থাকে ওয়েস্ট ইন্ডিজ দলের। এরপর ড্যারেন ব্রাভে এসে ৩৯ রান করলে ক্যারিবীয়দের সংগ্রহ কিছুটা ভদ্রোচিত চেহারা পেতে থাকে। কিন্তু লেট অর্ডারে অধিনায়ক স্যামি, নিকিতা মিলার ও রবি রামপাল খুব তাড়াতাড়ি আউট হয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজকেও থেমে যেতে হয় ২০৩ রানেই।
কলম্বোর আজকের সকালটিও ছিল মেঘাচ্ছন্ন। তবে বৃষ্টি না হওয়ায় খেলা নির্ধারিত সময়েই শুরু হয়। অধিনায়ক কুমার সাঙ্গাকারা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ওয়েস্ট ইন্ডিজও ইনিংসের শুরুটা একেবারে মন্দ করেনি। স্কোরবোর্ডে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান তুলে ফেলার পর কুলাসেকেরার বলে এলবি’র ফাঁদে পড়েন ব্যারেথ। সেই ৪৫ রানেই মুরালিধরন ক্রিস গেইলকে ফিরিয়ে দিলে মোটামুটি বিপর্যয়ের মুখেই পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ব্রাভো ও সারওয়ানের মধ্যে গড়ে ওঠে একটি সম্ভাবনাময় জুঁটি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দলীয় ৯৪ রানের মাথায় সারওয়ান আউট হয়ে যান। এরপর ১৩২ রানের মাথায় ডোয়াইন ব্রাভো ও ১৩৮ রানে পোলার্ড আউট হলে বড় স্কোরের আশা মিইয়ে যেতে থাকে ওয়েস্ট ইন্ডিজ দলের। এরপর ড্যারেন ব্রাভে এসে ৩৯ রান করলে ক্যারিবীয়দের সংগ্রহ কিছুটা ভদ্রোচিত চেহারা পেতে থাকে। কিন্তু লেট অর্ডারে অধিনায়ক স্যামি, নিকিতা মিলার ও রবি রামপাল খুব তাড়াতাড়ি আউট হয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজকেও থেমে যেতে হয় ২০৩ রানেই।
No comments