মোহামেডান কোচের কাজ চালাচ্ছেন পনির
মারুফুল হক ক্লাবে আসা বন্ধ করে দেওয়ার পর থেকে কোচের কাজটা চালিয়ে নিচ্ছিলেন মোহাম্মদ পনির। দুই দিন আগে মারুফ পদত্যাগ করার পর তাঁর সহকারী হিসেবে কাজ করা পনিরই এখন মোহামেডানের মূল কোচের দায়িত্ব পেয়ে গেলেন।
কাল ক্লাব উঠোনে অনুশীলনের ফাঁকে মোহামেডানের ‘ঘরের ছেলে’ পনির বললেন, ‘আপাতত কাউকে তো কাজ চালিয়ে নিতে হবে। সেই কাজটাই করছি। ক্লাব কী করবে, সেটা তো ক্লাবের সিদ্ধান্ত।’
এই দায়িত্বে আপাতত কাউকে আনার চিন্তাভাবনা নেই মোহামেডানের। ক্লাব কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়ার কথায় সেটাই বোঝা গেল, ‘আপাতত কোচ নেব না আমরা। এভাবেই চলবে।’ কোচ না নিয়ে চলবে কীভাবে? তাঁর উত্তর, ‘এখনই কিছু বলতে পারব না। তবে আমি মারুফের সঙ্গে কথা বলব।’
মারুফকে ফিরিয়ে আনা হবে কি হবে না, সে ইঙ্গিত অবশ্য মেলেনি লোকমান হোসেনের কথায়, ‘দেখা যাক কী হয়। আগে কোচের সঙ্গে কথা বলি।
কাল ক্লাব উঠোনে অনুশীলনের ফাঁকে মোহামেডানের ‘ঘরের ছেলে’ পনির বললেন, ‘আপাতত কাউকে তো কাজ চালিয়ে নিতে হবে। সেই কাজটাই করছি। ক্লাব কী করবে, সেটা তো ক্লাবের সিদ্ধান্ত।’
এই দায়িত্বে আপাতত কাউকে আনার চিন্তাভাবনা নেই মোহামেডানের। ক্লাব কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়ার কথায় সেটাই বোঝা গেল, ‘আপাতত কোচ নেব না আমরা। এভাবেই চলবে।’ কোচ না নিয়ে চলবে কীভাবে? তাঁর উত্তর, ‘এখনই কিছু বলতে পারব না। তবে আমি মারুফের সঙ্গে কথা বলব।’
মারুফকে ফিরিয়ে আনা হবে কি হবে না, সে ইঙ্গিত অবশ্য মেলেনি লোকমান হোসেনের কথায়, ‘দেখা যাক কী হয়। আগে কোচের সঙ্গে কথা বলি।
No comments