পাকিস্তানে সামরিক মহড়া শুরু, চলবে ১৩ মে পর্যন্ত
পাকিস্তানের সেনাবাহিনী গতকাল শনিবার থেকে সামরিক মহড়া শুরু করেছে। ভারত সীমান্তের কাছে তারা এ মহড়া করছে। এটা সে দেশের সবচেয়ে বড় সামরিক মহড়া। এতে ২০ হাজার সেনা ও বিমানবাহিনীর সদস্য অংশ নিয়েছে। ছয় সপ্তাহব্যাপী এ মহড়া চলবে। এটি শেষ হবে আগামী ১৩ মে। এ মহড়ার সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘আজম-ই নওত’।
১৯৮৯ সালে পরিচালিত ‘জার্ব-ই-মমিন’ সামরিক মহড়ার পর থেকে এটাই সবচেয়ে বড় সামরিক মহড়া।
১৯৮৯ সালে পরিচালিত ‘জার্ব-ই-মমিন’ সামরিক মহড়ার পর থেকে এটাই সবচেয়ে বড় সামরিক মহড়া।
No comments