বিমানবন্দরে পড়ে আছে অ্যাথলেটিকসের গুলি
গত ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি ঢাকায় দক্ষিণ এশীয় গেমসের সময় অ্যাথলেটিকসের জন্য এক হাজার গুলি আনা হয়েছিল কানাডা থেকে। ওই গুলি আসতে দেরি দেখে শ্রীলঙ্কা থেকে গুলি এনে গেমসের কাজ চালিয়ে নেওয়া হয়। কানাডার গুলি এসে পৌঁছায় গেমসের অ্যাথলেটিকস মিটের এক দিন আগে, যখন আর তা ছাড় করে কাজে লাগানোর সময় ছিল না। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও সেই গুলি এখনো পড়ে আছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে!
অ্যাথলেটিকসে দৌড় শুরুর সংকেত দেওয়া হয় যে গুলি ফুটিয়ে, এবার তা আনা হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং এসএ গেমসে বাংলাদেশ দলের শেফ ডি মিশন মিজানুর রহমানের (মানু) নামে। এ নিয়েই গোল বেধেছিল। গুলি এনেছে অ্যাথলেটিকস ফেডারেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠান। মিজানুর রহমানের দাবি, ‘আমি জানতাম না আমার নামে আনা হয়েছে গুলি। সে জন্যই একটু সমস্যা হয়েছে।’ এই তথ্য দিয়ে তিনি আরও জানান, ‘বিওএ ছাড়পত্র দিয়েছে। গুলি ছাড় হয়ে যাওয়ার কথা এরই মধ্যে।’
এই গুলি হাতে পাওয়ার অপেক্ষায় অ্যাথলেটিকস ফেডারেশন। বিওএ-মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করে অবশেষে একটা রফা হয়েছে বলে দাবি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলমের, ‘আমরা বিওএ এবং মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। সাড়াও পেয়েছি। আশা করি, কয়েক দিনের মধ্যে ছাড় হয়ে যাবে।’
শিগগিরই ছাড়ানো না হলে গুলি কানাডায় ফেরত যাবে এবং এটা নিয়ে আমদানিকারক প্রতিষ্ঠানকে পড়তে হবে ঝামেলায়।
অ্যাথলেটিকসে দৌড় শুরুর সংকেত দেওয়া হয় যে গুলি ফুটিয়ে, এবার তা আনা হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং এসএ গেমসে বাংলাদেশ দলের শেফ ডি মিশন মিজানুর রহমানের (মানু) নামে। এ নিয়েই গোল বেধেছিল। গুলি এনেছে অ্যাথলেটিকস ফেডারেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠান। মিজানুর রহমানের দাবি, ‘আমি জানতাম না আমার নামে আনা হয়েছে গুলি। সে জন্যই একটু সমস্যা হয়েছে।’ এই তথ্য দিয়ে তিনি আরও জানান, ‘বিওএ ছাড়পত্র দিয়েছে। গুলি ছাড় হয়ে যাওয়ার কথা এরই মধ্যে।’
এই গুলি হাতে পাওয়ার অপেক্ষায় অ্যাথলেটিকস ফেডারেশন। বিওএ-মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করে অবশেষে একটা রফা হয়েছে বলে দাবি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলমের, ‘আমরা বিওএ এবং মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। সাড়াও পেয়েছি। আশা করি, কয়েক দিনের মধ্যে ছাড় হয়ে যাবে।’
শিগগিরই ছাড়ানো না হলে গুলি কানাডায় ফেরত যাবে এবং এটা নিয়ে আমদানিকারক প্রতিষ্ঠানকে পড়তে হবে ঝামেলায়।
No comments