কলকাতার হার
সেমিফাইনালের পথটা একটু মসৃণ করার জন্য জয় যখন গুরুত্বপূর্ণ, তখন হেরে বসল কলকাতা নাইট রাইডার্স। চিন্নাস্বামী স্টেডিয়ামে কাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে কলকাতা হেরেছে ৭ উইকেটে। এই হারে আইপিএলের প্রথম দুই আসরে ব্যর্থ কলকাতার এবারও সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কা দেখা দিয়েছে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় নিচের দিক থেকে তৃতীয় অবস্থানে সৌরভের দল। অন্যদিকে এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেঙ্গালুরু। ১০ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বাই ইন্ডিয়ানস।ওয়েবসাইট।
কলকাতার ফিফটিশূন্য ১৬০/৯ স্কোরে সর্বোচ্চ ৪৫ রান ব্রেন্ডন ম্যাককালামের। গেইল করেন ৩৪ রান, সৌরভ ৩৩। রান তাড়া করতে এসে রাহুল দ্রাবিড় (৩৫ বলে ৫২) ও রবিন উথাপ্পার (২২ বলে ৫২*) ফিফটিতে ১৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় বেঙ্গালুরু (১৬৪/৩)।
এর আগে দিনের প্রথম ম্যাচে তিরুমালাসেত্তি সুমনের হাফ সেঞ্চুরিতে (৫৫) ডেকান চার্জার্স (১৩৯/৪) ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। সুরেশ রায়নার হাফ সেঞ্চুরিতে (৫২) ৮ উইকেটে ১৩৮ রান তুলেছিল চেন্নাই। ৫ বল বাকি থাকতেই এ রান টপকে যায় ডেকান।
কলকাতার ফিফটিশূন্য ১৬০/৯ স্কোরে সর্বোচ্চ ৪৫ রান ব্রেন্ডন ম্যাককালামের। গেইল করেন ৩৪ রান, সৌরভ ৩৩। রান তাড়া করতে এসে রাহুল দ্রাবিড় (৩৫ বলে ৫২) ও রবিন উথাপ্পার (২২ বলে ৫২*) ফিফটিতে ১৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় বেঙ্গালুরু (১৬৪/৩)।
এর আগে দিনের প্রথম ম্যাচে তিরুমালাসেত্তি সুমনের হাফ সেঞ্চুরিতে (৫৫) ডেকান চার্জার্স (১৩৯/৪) ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। সুরেশ রায়নার হাফ সেঞ্চুরিতে (৫২) ৮ উইকেটে ১৩৮ রান তুলেছিল চেন্নাই। ৫ বল বাকি থাকতেই এ রান টপকে যায় ডেকান।
No comments