জেনারেল মোটরস ছাঁটাই করবে ১০ হাজার কর্মী
বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস (জিএম) তাদের সহযোগী ইউরোপীয় ইউনিট ওপেলের প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার জেনারেল মোটরস ওপেল ব্র্যান্ডের গাড়ি কানাডার ম্যাগনা কোম্পানির কাছে আর বিক্রি না করার সিদ্ধান্ত নেয়। তবে জার্মানির গাড়ি শ্রমিক ইউনিয়ন ঘোষণা করেছে, তারা আজ বৃহস্পতিবার জিএমের এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট পালন করবে।
এদিকে ওপেলের প্রধান পৃষ্ঠপোষক জার্মান সরকার জিএমের কাছ থেকে তাদের প্রাপ্য ১৫০ কোটি ইউরো ঋণ পরিশোধের দাবি জানিয়েছে। ওপেল ব্র্যান্ডের গাড়ি বিক্রির চুক্তির আওতায় জিএম এ অর্থ জার্মান সরকারের কাছ থেকে ঋণ হিসেবে পেয়েছিল। এই কর্মী ছাঁটাইয়ের ফলে ওপেলের চারটি কারখানার মধ্যে দুটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে জার্মানির গাড়ি শ্রমিক ইউনিয়ন।
পুরো ইউরোপে ওপেলের মোট কর্মী প্রায় ৫৪ হাজার। এর মধ্যে কেবল জার্মানিতেই তাদের কর্মী ২৫ হাজার।
এদিকে ওপেলের প্রধান পৃষ্ঠপোষক জার্মান সরকার জিএমের কাছ থেকে তাদের প্রাপ্য ১৫০ কোটি ইউরো ঋণ পরিশোধের দাবি জানিয়েছে। ওপেল ব্র্যান্ডের গাড়ি বিক্রির চুক্তির আওতায় জিএম এ অর্থ জার্মান সরকারের কাছ থেকে ঋণ হিসেবে পেয়েছিল। এই কর্মী ছাঁটাইয়ের ফলে ওপেলের চারটি কারখানার মধ্যে দুটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে জার্মানির গাড়ি শ্রমিক ইউনিয়ন।
পুরো ইউরোপে ওপেলের মোট কর্মী প্রায় ৫৪ হাজার। এর মধ্যে কেবল জার্মানিতেই তাদের কর্মী ২৫ হাজার।
No comments