ইরানে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে পুলিশের লাঠিপেটা
ইরানে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। তেহরানে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার ৩০তম বার্ষিকীতে এ ঘটনা ঘটল।
১৯৭৯ সালের ৪ নভেম্বর ইরানের ছাত্ররা যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালিয়ে ৫২ জন মার্কিন নাগরিককে জিম্মি করেছিল। ৪৪৪ দিন তাদের জিম্মি করে রেখেছিল ছাত্ররা। এ ঘটনার পরই দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছে, দিবসটি উপলক্ষে গতকাল সকাল থেকেই হাজার হাজার মানুষ তেহরানের কেন্দ্রস্থলে সাবেক মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়। এ সময় তারা ‘আমেরিকা ধ্বংস হোক’, ‘ইসরায়েল ধ্বংস হোক’ ও ‘স্বৈরশাসনের নিপাত যাক’ স্লোগান দিচ্ছিল।
একজন প্রত্যক্ষদর্শী জানায়, একপর্যায়ে বিক্ষোভকারীরা সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পাঁচজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯৭৯ সালের ৪ নভেম্বর ইরানের ছাত্ররা যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালিয়ে ৫২ জন মার্কিন নাগরিককে জিম্মি করেছিল। ৪৪৪ দিন তাদের জিম্মি করে রেখেছিল ছাত্ররা। এ ঘটনার পরই দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছে, দিবসটি উপলক্ষে গতকাল সকাল থেকেই হাজার হাজার মানুষ তেহরানের কেন্দ্রস্থলে সাবেক মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়। এ সময় তারা ‘আমেরিকা ধ্বংস হোক’, ‘ইসরায়েল ধ্বংস হোক’ ও ‘স্বৈরশাসনের নিপাত যাক’ স্লোগান দিচ্ছিল।
একজন প্রত্যক্ষদর্শী জানায়, একপর্যায়ে বিক্ষোভকারীরা সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পাঁচজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
No comments