৩৫১ রানের টার্গেটে ব্যাট করছে ভারত

৫ম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ৩৫১ রানের টার্গেটে এখন ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪০ ওভারে চার উইকেটে ২৭৬। ১২৫ বলে ১৫৮ রানে টেন্ডুলকার ও ৫০ বলে ৪৭ রানে ব্যাট করছেন রায়না। আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে শেবাগ ৩০ বলে করেন ৩৮।
এটি টেন্ডুলকারের ৪৫তম সেঞ্চুরি। এর আগে সাত রান করে বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ১৭ হাজার রান করেন টেন্ডুলকার।
হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজের আজ পঞ্চম ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রিকি পন্টিং। শন মার্শের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এবং ওয়াটসনের ৮৯ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৪ উইকেটে করে ৩৫০। পন্টিং ৪৫ বলে ৪৫, হোয়াইট ৩২ বলে ৫৭, মাইক হাসি করেন ২২ বলে ৩১ রান।
ভারতের পক্ষে প্রাভিন কুমার ৬৮ রান দিয়ে ২টি এবং নেহরা ও হরভজন একটি করে উইকেট নেন।

No comments

Powered by Blogger.