বাংলাদেশের সামনে ২২২ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে
ব্র্যান্ডন টেইলরের সেঞ্চুরির সুবাদে জিম্বাবুয়ে আজ বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে। গত ম্যাচে ৪৪ রানে অলআউট হওয়ার পারফরম্যান্স ধরলে আজকের ম্যাচে জিম্বাবুয়ের খেলা আশাজাগানিয়াই। নিজেদের ইনিংস শেষে ৫০ ওভারে ৯ উইকেটে ২২১ রান তুলে বাংলাদেশকে রীতিমতো চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে তারা।
জিম্বাবুয়ের স্কোরকার্ডে ব্র্যান্ডন টেইলরের ১১৮ রান ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ এল্টন চিগুম্বুরার ৩৮। মাসাকাদজা, প্রাইস ও ক্রেমার বড় কিছু করতে না পারলেও প্রাথমিক বিপর্যয় ঠেকিয়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোরে তাঁদেরও ভূমিকা আছে। এই রান টপকাতে হলে বাংলাদেশের ব্যাটিংটা হতে হবে তাই অন্তত সেরা মানের কাছাকাছি। শেষ ম্যাচে মাত্র ৪৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার যেভাবে তাসের ঘরের মতো টপাটপ ধসে পড়েছে, তাতে আজকের ম্যাচটা নিয়ে একটু শঙ্কাই থেকে যাচ্ছে। খেলার এখন বিরতি। কিছুক্ষণ পরে বাংলাদেশ ব্যাট করতে নামলেই বোঝা যাবে আজকের খেলার গতি-প্রকৃতি। আজ শেষ ম্যাচে জয় দিয়েই হোক শেষ। কারণ শেষটাই সবাই মনে রাখে।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ২২১/৯ (৫০ ওভার)
টেইলর ১১৮*, চিগুম্বুরা ৩৮
রাজ্জাক ৩/৪৩, সাকিব ৩/২৯, মাহমুদউল্লাহ ৩/৪৭
জিম্বাবুয়ের স্কোরকার্ডে ব্র্যান্ডন টেইলরের ১১৮ রান ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ এল্টন চিগুম্বুরার ৩৮। মাসাকাদজা, প্রাইস ও ক্রেমার বড় কিছু করতে না পারলেও প্রাথমিক বিপর্যয় ঠেকিয়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোরে তাঁদেরও ভূমিকা আছে। এই রান টপকাতে হলে বাংলাদেশের ব্যাটিংটা হতে হবে তাই অন্তত সেরা মানের কাছাকাছি। শেষ ম্যাচে মাত্র ৪৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার যেভাবে তাসের ঘরের মতো টপাটপ ধসে পড়েছে, তাতে আজকের ম্যাচটা নিয়ে একটু শঙ্কাই থেকে যাচ্ছে। খেলার এখন বিরতি। কিছুক্ষণ পরে বাংলাদেশ ব্যাট করতে নামলেই বোঝা যাবে আজকের খেলার গতি-প্রকৃতি। আজ শেষ ম্যাচে জয় দিয়েই হোক শেষ। কারণ শেষটাই সবাই মনে রাখে।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ২২১/৯ (৫০ ওভার)
টেইলর ১১৮*, চিগুম্বুরা ৩৮
রাজ্জাক ৩/৪৩, সাকিব ৩/২৯, মাহমুদউল্লাহ ৩/৪৭
No comments