পাকিস্তানকে অপেক্ষায় রাখল ভারত

পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেছে ভারত। কিন্তু দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ সহসাই শুরু হওয়ার সম্ভাবনা নেই। পরশু মোহালিতে চতুর্থ ওয়ানডে চলার সময় ভারত সফররত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি ইজাজ বাটের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষ কর্মকর্তারা। বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর বাটকে আশ্বস্ত করেছেন, দু দলের সিরিজ শুরু করার জন্য শিগগিরই সরকারের অনুমতি চাওয়া হবে। কিন্তু আগামী এক বছর ভারতের সূচি এতটাই ঠাসা, পাকিস্তানের জন্য আলাদা করে সময় বের করাই মুশকিল।
কবে সিরিজ হতে পারে সেটি নিয়ে ভারত পাকিস্তানের সঙ্গে ছয়-সাত মাস পর আলোচনায় বসবে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা, ‘এই মুহূর্তে ভারতের সূচি খুবই ঠাসা। তবে আমরা ছয়-সাত মাস পর এ ব্যাপারে আলোচনা শুরু করব। বিসিসিআই সভাপতি বাটকে জানিয়েছেন, ভারতের খেলোয়াড়েরা পরের কয়েক মাস আগে থেকে নির্ধারিত আন্তর্জাতিক ম্যাচগুলো খেলা নিয়েই ব্যস্ত থাকবে। এর মধ্যে অবশ্য ভারত সরকারের ইতিবাচক মনোভাবও আমাদের নিশ্চিত করতে হবে। আলোচনা শুরুর জন্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কও জোরদার করা জরুরি।

No comments

Powered by Blogger.