একে-৪৭ রাইফেলের উদ্ভাবক কালাশনিকভের ৯০তম জন্মদিন পালিত
সারা বিশ্বে জনপ্রিয় অস্ত্র একে-৪৭ রাইফেলের উদ্ভাবক রাশিয়ার মিখাইল কালাশনিকভ গত মঙ্গলবার তাঁর ৯০তম জন্মদিন পালন করেছেন। এই রাইফেল কালাশনিকভ রাইফেল হিসেবেও পরিচিত।
জন্মদিনে কালাশনিকভ বলেন, ‘বয়স কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার প্রচুর জীবনীশক্তি রয়েছে। তার পরও আমার জন্মদিনটি পালন করার একটা বিশেষত্ব আছে, দরকারও আছে।’
মস্কো থেকে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার পূর্বের আইঝেভশক শহরে মিখাইল কালাশনিকভের জন্মদিনের উত্সবে গণমাধ্যমকর্মীদের ছিল উপচে পড়া ভিড়। এই শহরেই তিনি ১৯১৯ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন।
জন্মদিনে কালাশনিকভ বলেন, ‘বয়স কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার প্রচুর জীবনীশক্তি রয়েছে। তার পরও আমার জন্মদিনটি পালন করার একটা বিশেষত্ব আছে, দরকারও আছে।’
মস্কো থেকে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার পূর্বের আইঝেভশক শহরে মিখাইল কালাশনিকভের জন্মদিনের উত্সবে গণমাধ্যমকর্মীদের ছিল উপচে পড়া ভিড়। এই শহরেই তিনি ১৯১৯ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন।
No comments