বিশ্বের সবচেয়ে বয়স্ক দম্পতির বিবাহবিচ্ছেদ
বিশ্বের সবচেয়ে বয়স্ক দম্পতি হিসেবে বিবাহবিচ্ছেদ ঘটিয়েছেন উড দম্পতি। বের্টি উড ও জেসি উড, দুজনই ৯৮ বছর বয়সে তাঁদের ৩৬ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটান। ১৯৭২ সালে যুক্তরাজ্যের হার্ডফোর্ডশায়ারের এলসট্রিতে তাঁরা বিয়ে করেন। ২০০৮ সালে দুজনের বয়স যখন ৯৭ বছর, তখন তাঁদের সম্পর্কে চিড় ধরে এবং বিচ্ছেদ অনিবার্য হয়ে ওঠে। উডদের প্রতিবেশীরা জানান, উডের স্ত্রী এখন একটি বৃদ্ধাশ্রমে বাস করেন। আর উড সম্প্রতি মারা গেছেন। উডদের মেয়ে পলিন রোয়ে ও ছেলে টেরেন্স উড এই বিচ্ছেদ সম্পর্কে কথা বলতে রাজি হননি।
এদিকে ডেভোনে গত মাসে বিয়ে করা এক দম্পতি, যাদের সমন্বিত বয়স ১৮১ বছর, ব্রিটেনের সবচেয়ে বয়স্ক নবদম্পতি হিসেবে দাম্পত্য জীবনের সূচনা করেছেন। লেস অ্যাটওয়েল (৯৪) ও শেইলা ওয়ালসের (৮৭) বিয়েতে পরিবারের সদস্য ও বন্ধুরা অংশ নেন। বিশ্বে সবচেয়ে বেশি বয়সে দাম্পত্য জীবনের সূচনা করার রেকর্ডটি এক ফরাসি দম্পতির। ২০০২ সালে ফ্রাঙ্কো ফার্নান্দেজ (৯৬) ও মাদেলিন (৯৪) বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এদিকে ডেভোনে গত মাসে বিয়ে করা এক দম্পতি, যাদের সমন্বিত বয়স ১৮১ বছর, ব্রিটেনের সবচেয়ে বয়স্ক নবদম্পতি হিসেবে দাম্পত্য জীবনের সূচনা করেছেন। লেস অ্যাটওয়েল (৯৪) ও শেইলা ওয়ালসের (৮৭) বিয়েতে পরিবারের সদস্য ও বন্ধুরা অংশ নেন। বিশ্বে সবচেয়ে বেশি বয়সে দাম্পত্য জীবনের সূচনা করার রেকর্ডটি এক ফরাসি দম্পতির। ২০০২ সালে ফ্রাঙ্কো ফার্নান্দেজ (৯৬) ও মাদেলিন (৯৪) বিবাহবন্ধনে আবদ্ধ হন।
No comments