আগাসি ইচ্ছে করে ম্যাচ হেরেছিলেন
খেলোয়াড়ি জীবনে ড্রাগ নেওয়ার কথা লিখে টেনিস বিশ্বে শোরগোল ফেলেছেন। এবার আত্মজীবনীতে আরেকটি বোমা ফাটানো অধ্যায় তুলে ধরলেন আন্দ্রে আগাসি—ইচ্ছে করেও হেরেছেন ম্যাচ! ফাইনালে বরিস বেকারের মুখোমুখি না হতে ১৯৯৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে মাইকেল চ্যাংয়ের বিপক্ষে ইচ্ছে করে হেরে যাওয়ার কথা বলেছেন আগাসি। বরিস বেকার তাঁর সাবেক স্ত্রীকে একবার উড়ন্ত চুমো দিয়েছিলেন, এ কারণে জার্মানির এই টেনিস তারকাকে প্রতিপক্ষ হিসেবে পছন্দ করতেন না আগাসি। তবে ইচ্ছে করে ম্যাচ হারা যে খুব সহজ কাজ নয়, সেটা চ্যাংয়ের বিপক্ষে হারতে গিয়ে ভালোই টের পেয়েছেন আগাসি, ‘ইচ্ছে করে ম্যাচ হারা জেতার চেয়ে কঠিন।
No comments