ফেইসবুকে বার্লিন প্রাচীরের ছবি প্রকাশ করলেন সারকোজি
ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বার্লিন প্রাচীরের সামনে দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি ফেইসবুকে পোস্ট করেছেন। গত রোববার বার্লিন প্রাচীর পতনের দুই দশক পূর্তির দিনে তিনি ছবিটি ফেইসবুকে প্রকাশ করেন।
ছবির ক্যাপশনে সারকোজি লিখেছেন, এটি তোলা হয়েছিল ১৯৮৯ সালের ৯ নভেম্বর। তিনি বলেন, ‘একদল ফরাসি রাজনৈতিক নেতার সঙ্গে ওই দিন সকালে আমি পশ্চিম বার্লিন পৌঁছাই। তারপর চারলি চেক পয়েন্ট পার হয়ে পূর্ব জার্মানিতে ঢুকি। তারপর যাই ব্রানডেনবুর্গ গেটে। আমাদের স্বাগত জানাতে সে দিন বহু মানুষ জড়ো হয়েছিল। সে এক অভাবনীয় দৃশ্য! আমরা শহরের পূর্বাঞ্চল ঘুরে দেখি।’
বিশ্লেষকদের ধারণা, ছবিটি ওই বছরের ১০ নভেম্বর তোলা হয়। তখন সারকোজির বয়স ছিল ৩৪ বছর। তিনি তখন ফ্রান্সের এমপি ছিলেন।
মন্তব্যে সারকোজি বলেন, ‘ওই দিন দুই জার্মানির মানুষ আবার একত্র হয়েছিল। স্নায়ুযুুদ্ধের পর ইউরোপে আবার তাঁরা স্বাধীন সময় পার করছিলেন। যে স্বাধীনতাকে আমরা এখনো সমর্থন করি। আমরা ঘটা করে তাই বার্লিন প্রাচীর পতনের ২০ বছর পূর্তি পালন করছি।’
ছবির ক্যাপশনে সারকোজি লিখেছেন, এটি তোলা হয়েছিল ১৯৮৯ সালের ৯ নভেম্বর। তিনি বলেন, ‘একদল ফরাসি রাজনৈতিক নেতার সঙ্গে ওই দিন সকালে আমি পশ্চিম বার্লিন পৌঁছাই। তারপর চারলি চেক পয়েন্ট পার হয়ে পূর্ব জার্মানিতে ঢুকি। তারপর যাই ব্রানডেনবুর্গ গেটে। আমাদের স্বাগত জানাতে সে দিন বহু মানুষ জড়ো হয়েছিল। সে এক অভাবনীয় দৃশ্য! আমরা শহরের পূর্বাঞ্চল ঘুরে দেখি।’
বিশ্লেষকদের ধারণা, ছবিটি ওই বছরের ১০ নভেম্বর তোলা হয়। তখন সারকোজির বয়স ছিল ৩৪ বছর। তিনি তখন ফ্রান্সের এমপি ছিলেন।
মন্তব্যে সারকোজি বলেন, ‘ওই দিন দুই জার্মানির মানুষ আবার একত্র হয়েছিল। স্নায়ুযুুদ্ধের পর ইউরোপে আবার তাঁরা স্বাধীন সময় পার করছিলেন। যে স্বাধীনতাকে আমরা এখনো সমর্থন করি। আমরা ঘটা করে তাই বার্লিন প্রাচীর পতনের ২০ বছর পূর্তি পালন করছি।’
No comments