উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নৌযুদ্ধ
উত্তর ও দক্ষিণ কোরিয়া তাদের পশ্চিম সমুদ্র উপকূলে নৌযুদ্ধে জড়িয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র এ কথা জানিয়েছেন। তবে তিনি তাত্ক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
দুই দেশ সমুদ্র উপকূলের কোথায় সংঘর্ষে জড়িয়ে পড়েছে তা জানা যায়নি। তবে ১৯৯৯ ও ২০০২ সালে পীত সাগরে এ দুটি দেশের মধ্যে ভয়াবহ নৌযুদ্ধ হয়েছিল।
উত্তর কোরিয়ার নৌবাহিনী গত মাসে দাবি করেছিল, দক্ষিণ কোরিয়া তাদের সমুদ্র সীমান্তে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। এ ধরনের সামরিক উসকানির ফলে দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে উত্তর কোরিয়ার পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
দুই দেশ সমুদ্র উপকূলের কোথায় সংঘর্ষে জড়িয়ে পড়েছে তা জানা যায়নি। তবে ১৯৯৯ ও ২০০২ সালে পীত সাগরে এ দুটি দেশের মধ্যে ভয়াবহ নৌযুদ্ধ হয়েছিল।
উত্তর কোরিয়ার নৌবাহিনী গত মাসে দাবি করেছিল, দক্ষিণ কোরিয়া তাদের সমুদ্র সীমান্তে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। এ ধরনের সামরিক উসকানির ফলে দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে উত্তর কোরিয়ার পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
No comments