থাকসিনকে হস্তান্তরের আবেদন প্রত্যাখ্যান করেছে কম্বোডিয়া
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে হস্তান্তরের আবেদন প্রত্যাখ্যান করেছে কম্বোডিয়া। থাইল্যান্ডের তিনজন কূটনীতিক গতকাল বুধবার কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে থাকসিনকে থাই সরকারের কাছে হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক আবেদন জানান।
থাইল্যান্ডে ২০০৬ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে থাকসিনকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে তিনি স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে ব্যাংককের আদালত থাকসিনকে দুর্নীতির দায়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। সাজা এড়াতে তিনি পলাতক রয়েছেন।
থাকসিন গত মঙ্গলবার কম্বোডিয়ায় গেছেন। সে দেশের সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে তাঁর কাজ শুরু করার কথা। দুর্নীতির সাজা এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন, এমন ব্যক্তিকে আশ্রয়দান এবং সে দেশের সরকারের অর্থনৈতিক উপদেষ্টা করায় কম্বোডিয়ার কড়া সমালোচনা করছে ব্যাংকক। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের আবেদন প্রত্যাখ্যানের ব্যাপারে কম্বোডিয়ার দর্শানো কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।
থাইল্যান্ডে ২০০৬ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে থাকসিনকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে তিনি স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে ব্যাংককের আদালত থাকসিনকে দুর্নীতির দায়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। সাজা এড়াতে তিনি পলাতক রয়েছেন।
থাকসিন গত মঙ্গলবার কম্বোডিয়ায় গেছেন। সে দেশের সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে তাঁর কাজ শুরু করার কথা। দুর্নীতির সাজা এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন, এমন ব্যক্তিকে আশ্রয়দান এবং সে দেশের সরকারের অর্থনৈতিক উপদেষ্টা করায় কম্বোডিয়ার কড়া সমালোচনা করছে ব্যাংকক। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের আবেদন প্রত্যাখ্যানের ব্যাপারে কম্বোডিয়ার দর্শানো কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।
No comments