১৮ জুলাইকে ‘ম্যান্ডেলা দিবস’ ঘোষণা করল জাতিসংঘ
জাতিসংঘের সাধারণ পরিষদ ১৮ জুলাইকে ‘ম্যান্ডেলা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। গণমানুষের মুক্তির আন্দোলনে নেলসন ম্যান্ডেলার অবদানের কথা মনে রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাধারণ পরিষদে দক্ষিণ আফ্রিকার স্থায়ী প্রতিনিধি বাসো সাংকো এই প্রস্তাব উত্থাপন করেন।তিনি তাঁর দেশের সাবেক এই প্রেসিডেন্টকে আশার মূর্তি ও প্রতীক উল্লেখ করে বলেন, তাঁর জীবনটা হলো জাতিসংঘের আদর্শের আয়না।
জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি, লিবীয় কূটনীতিক ড. আলী আবদুস সালাম ত্রেকি বলেন, সাধারণ পরিষদের এই সিদ্ধান্ত গণমানুষের মুক্তির প্রশ্নে এর অঙ্গীকারেরই প্রতিফলন।
মানবাধিকার, গণতন্ত্র ও মানুষের মুক্তিতে দক্ষিণ আফ্রিকার এই অবিসংবাদিত নেতার অবদান স্মরণ করে জাতিসংঘ তার জন্মদিন ১৮ জুলাইকে ম্যান্ডেলা দিবস হিসেবে ঘোষণা করেছে। তাঁর ৬৭ বছরের রাজনৈতিক জীবন স্মরণ করে প্রতিবছর ১৮ জুলাই সারা পৃথিবীর মানুষকে অন্তত ৬৭ মিনিট কোনো জনহিতকর কাজে ব্যয় করতে উদ্বুদ্ধ করা হবে।
সাধারণ পরিষদে দক্ষিণ আফ্রিকার স্থায়ী প্রতিনিধি বাসো সাংকো এই প্রস্তাব উত্থাপন করেন।তিনি তাঁর দেশের সাবেক এই প্রেসিডেন্টকে আশার মূর্তি ও প্রতীক উল্লেখ করে বলেন, তাঁর জীবনটা হলো জাতিসংঘের আদর্শের আয়না।
জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি, লিবীয় কূটনীতিক ড. আলী আবদুস সালাম ত্রেকি বলেন, সাধারণ পরিষদের এই সিদ্ধান্ত গণমানুষের মুক্তির প্রশ্নে এর অঙ্গীকারেরই প্রতিফলন।
মানবাধিকার, গণতন্ত্র ও মানুষের মুক্তিতে দক্ষিণ আফ্রিকার এই অবিসংবাদিত নেতার অবদান স্মরণ করে জাতিসংঘ তার জন্মদিন ১৮ জুলাইকে ম্যান্ডেলা দিবস হিসেবে ঘোষণা করেছে। তাঁর ৬৭ বছরের রাজনৈতিক জীবন স্মরণ করে প্রতিবছর ১৮ জুলাই সারা পৃথিবীর মানুষকে অন্তত ৬৭ মিনিট কোনো জনহিতকর কাজে ব্যয় করতে উদ্বুদ্ধ করা হবে।
No comments