রাজশাহীতে তিন দিনব্যাপী সুজুকি গাড়িমেলা শুরু
রাজশাহীতে উত্তরা মোটরস লিমিটেডের তিন দিনব্যাপী সুজুকি গাড়িমেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার নগর ভবনের গ্রিন প্লাজায় এই মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান।
উত্তরা মোটরস লিমিটেডের পরিচালক (বিক্রয় ও বিপণন) মীর মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় দৈনিক সোনালী সংবাদ-এর সম্পাদক লিয়াকত আলী, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সাবেক সভাপতি মেরাজুল আলম ও রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র শরিফুর রহমান।
বক্তারা বলেন, দামে ও জ্বালানি খরচ কম হওয়ায় বাংলাদেশে সুজুকি গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। সে জন্য তাঁরা ভারতের মতো এই দেশেও সুজুকি গাড়ি তৈরির পূর্ণাঙ্গ কারখানা স্থাপনের আহ্বান জানান।
মেলার আয়োজকেরা বলেন, রাজশাহী অঞ্চলের মানুষকে সুজুকি গাড়ির নতুন মডেলের সঙ্গে পরিচিত করার জন্য ২০০৮ সাল থেকে এ মেলার আয়োজন করা হচ্ছে।
মেলায় আট ধরনের গাড়ির মূল্যহ্রাস করা হয়েছে। সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সব দর্শনার্থীর জন্য মেলাটি উন্মুক্ত রাখা হয়েছে। কাল বৃহস্পতিবার পর্যন্ত এ মেলা চলবে।
উত্তরা মোটরস লিমিটেডের পরিচালক (বিক্রয় ও বিপণন) মীর মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় দৈনিক সোনালী সংবাদ-এর সম্পাদক লিয়াকত আলী, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সাবেক সভাপতি মেরাজুল আলম ও রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র শরিফুর রহমান।
বক্তারা বলেন, দামে ও জ্বালানি খরচ কম হওয়ায় বাংলাদেশে সুজুকি গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। সে জন্য তাঁরা ভারতের মতো এই দেশেও সুজুকি গাড়ি তৈরির পূর্ণাঙ্গ কারখানা স্থাপনের আহ্বান জানান।
মেলার আয়োজকেরা বলেন, রাজশাহী অঞ্চলের মানুষকে সুজুকি গাড়ির নতুন মডেলের সঙ্গে পরিচিত করার জন্য ২০০৮ সাল থেকে এ মেলার আয়োজন করা হচ্ছে।
মেলায় আট ধরনের গাড়ির মূল্যহ্রাস করা হয়েছে। সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সব দর্শনার্থীর জন্য মেলাটি উন্মুক্ত রাখা হয়েছে। কাল বৃহস্পতিবার পর্যন্ত এ মেলা চলবে।
No comments