বুদ্ধদেবকে বনবাসে যাওয়ার পরামর্শ মমতার
পশ্চিমবঙ্গের বিধানসভার ১০টি আসনের উপনির্বাচনে বিপুল জয়ের পর তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বনবাসে যাওয়ার পরামর্শ দিয়েছেন। গতকাল মঙ্গলবার উপনির্বাচনের ফল ঘোষণার দিন তিনি এ পরামর্শ দেন।
এই ১০টি আসনের মধ্যে মমতার দল সাতটিতে এবং কংগ্রেস একটি আসনে জয়ী হয়। সিপিএম পাঁচটি আসনে লড়ে হেরে গেলেও বামফ্রন্টের শরিক ফরোয়ার্ড ব্লক একটি আসনে জয়ী হয়। এই অভাবনীয় জয়ে মমতা ঘোষণা দেন, ‘পশ্চিমবঙ্গে আর রাষ্ট্রপতির শাসন জারি করে নির্বাচন করার প্রয়োজন নেই। জনগণের ভোটেই আমরা জিতছি এবং জিতব।’
মমতা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘৩৩ বছর ধরে জনগণের অনেক সেবা করেছেন আপনারা। এবার বিশ্রামে যান। আপনাদের গুন্ডাগিরির জবাব মানুষ ব্যালটে দিয়েছে। এবার শিক্ষা নিন। গদি ছেড়ে এবার বনবাসে চলে যান।’ মমতা বলেন ‘এই রাজ্যে আর রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই। আমরা জনগণের ভোটে জিততে চাই। পঞ্চায়েত, লোকসভা, পৌরসভা নির্বাচনে আমাদের যে জয়ের ধারা অব্যাহত আছে, তা আগামী দিনেও থাকবে।
এই ১০টি আসনের মধ্যে মমতার দল সাতটিতে এবং কংগ্রেস একটি আসনে জয়ী হয়। সিপিএম পাঁচটি আসনে লড়ে হেরে গেলেও বামফ্রন্টের শরিক ফরোয়ার্ড ব্লক একটি আসনে জয়ী হয়। এই অভাবনীয় জয়ে মমতা ঘোষণা দেন, ‘পশ্চিমবঙ্গে আর রাষ্ট্রপতির শাসন জারি করে নির্বাচন করার প্রয়োজন নেই। জনগণের ভোটেই আমরা জিতছি এবং জিতব।’
মমতা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘৩৩ বছর ধরে জনগণের অনেক সেবা করেছেন আপনারা। এবার বিশ্রামে যান। আপনাদের গুন্ডাগিরির জবাব মানুষ ব্যালটে দিয়েছে। এবার শিক্ষা নিন। গদি ছেড়ে এবার বনবাসে চলে যান।’ মমতা বলেন ‘এই রাজ্যে আর রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই। আমরা জনগণের ভোটে জিততে চাই। পঞ্চায়েত, লোকসভা, পৌরসভা নির্বাচনে আমাদের যে জয়ের ধারা অব্যাহত আছে, তা আগামী দিনেও থাকবে।
No comments