ভারতে সোয়াইন ফ্লুতে আরও দুজনের মৃত্যু
ভারতের গুজরাটে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে গতকাল সোমবার আরও দুই মহিলার মৃত্যু হয়েছে। এ নিয়ে এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪২ জনে। রাজ্যের স্বাস্থ্য কর্তকর্তারা এ তথ্য জানান।
নিহতরা হলেন কুচ জেলার গান্ধীঘাম এলাকার হেমলতা রাজভাট (৪০) ও রাজস্থানের সিরোহি জেলার ভানুবেন পারিয়া (৩০)।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রাজ্যে বর্তমানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৯২।
নিহতরা হলেন কুচ জেলার গান্ধীঘাম এলাকার হেমলতা রাজভাট (৪০) ও রাজস্থানের সিরোহি জেলার ভানুবেন পারিয়া (৩০)।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রাজ্যে বর্তমানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৯২।
No comments