ফিরেছেন জহির-শ্রীশান্ত
জহির খানের ফেরাটা অনুমিতই ছিল। ইনজুরিতে পড়ার আগে দুর্দান্ত ফর্মে ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় পেসারদের দুর্দশা দেখার পর কোচ নিশ্চয়ই অপেক্ষা করছিলেন জহিরের ফেরার। সেই অপেক্ষার অবসান হলো। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছেন এই বাঁহাতি পেসার। গতকাল ঘোষিত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই টেস্টের ১৫ সদস্যের ভারত দলে চমক বলতে শান্তাকুমারন শ্রীশান্তের ফেরা। ওয়েবসাইট।
ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, মুরালি বিজয়, সুব্রামানিয়াম বদ্রিনাথ, হরভজন সিং, জহির খান, ইশান্ত শর্মা, শান্তাকুমারন শ্রীশান্ত, প্রজ্ঞান ওঝা ও অমিত মিশ্র।
ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, মুরালি বিজয়, সুব্রামানিয়াম বদ্রিনাথ, হরভজন সিং, জহির খান, ইশান্ত শর্মা, শান্তাকুমারন শ্রীশান্ত, প্রজ্ঞান ওঝা ও অমিত মিশ্র।
No comments