চামড়া ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে বগুড়ায় পুলিশের ছয়টি দল
কোরবানির ঈদ উপলক্ষে চামড়া ব্যবসায়ী ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বগুড়ায় সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের ছয়টি দল কাজ করবে। এ ছাড়া কোরবানির পশুর চামড়া বহনকারী রিকশা-ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচলেও যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখবে ট্রাফিক পুলিশ।
বগুড়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভপাতি মো. শোকরানার নেতৃত্বে ব্যবসায়ী নেতাদের সঙ্গে সম্প্রতি মতবিনিময়কালে জেলা পুলিশ সুপার হুমায়ুন কবির এই নিরাপত্তার কথা জানান।
ঈদুল আজহার দিন থেকে পরবর্তী দুই দিন বগুড়া শহরের ১ নম্বর রেলগেট থেকে চকসূত্রাপুর পর্যন্ত কোরবানির পশুর চামড়া বেচাকেনা হয়ে থাকে। এ সময় এখানে কোটি কোটি টাকার চামড়া বেচাকেনা হয়ে থাকে। সে জন্য এসব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে চামড়া ব্যবসায়ী প্রতিনিধিদল পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যায়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) আরিফুর রহমান মণ্ডল ও সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শিরিন আকতার জাহান।
বগুড়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভপাতি মো. শোকরানার নেতৃত্বে ব্যবসায়ী নেতাদের সঙ্গে সম্প্রতি মতবিনিময়কালে জেলা পুলিশ সুপার হুমায়ুন কবির এই নিরাপত্তার কথা জানান।
ঈদুল আজহার দিন থেকে পরবর্তী দুই দিন বগুড়া শহরের ১ নম্বর রেলগেট থেকে চকসূত্রাপুর পর্যন্ত কোরবানির পশুর চামড়া বেচাকেনা হয়ে থাকে। এ সময় এখানে কোটি কোটি টাকার চামড়া বেচাকেনা হয়ে থাকে। সে জন্য এসব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে চামড়া ব্যবসায়ী প্রতিনিধিদল পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যায়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) আরিফুর রহমান মণ্ডল ও সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শিরিন আকতার জাহান।
No comments