জিয়াউল হকের দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত
জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির একটি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় ৩২০ মেট্রিক টন চাল অত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে। গত ১৯ আগস্ট এ মামলার অভিযোগ গঠন করা হয়।
অভিযোগের বৈধতা বাতিল চেয়ে হাইকোর্টে আজ আবেদন করেন জিয়াউল হক জিয়া। এর পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন। একই সঙ্গে আদালত অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, এ মর্মে সরকার ও দুদকের প্রতি রুল জারি করেছেন এবং চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলেছেন।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় ৩২০ মেট্রিক টন চাল অত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে। গত ১৯ আগস্ট এ মামলার অভিযোগ গঠন করা হয়।
অভিযোগের বৈধতা বাতিল চেয়ে হাইকোর্টে আজ আবেদন করেন জিয়াউল হক জিয়া। এর পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন। একই সঙ্গে আদালত অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, এ মর্মে সরকার ও দুদকের প্রতি রুল জারি করেছেন এবং চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলেছেন।
No comments