বিএনপি নেতা আমান জামিনে মুক্তি পেলেন
বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে আমানকে মুক্তি দেওয়া হয়।
ব্যবসায়ী ওসমান গণি হত্যাচেষ্টা মামলায় গতকাল বুধবার ঢাকা মহানগর জজ আদালত থেকে জামিন পান আমান। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর গত ২৯ সেপ্টেম্বর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকার কেরানীগঞ্জের ব্যবসায়ী ওসমান গণি অভিযোগ করেন, আমানউল্লাহ আমান হত্যার উদ্দেশ্যে গত ২৯ মে তাঁর ওপর হামলা চালিয়েছেন।
ব্যবসায়ী ওসমান গণি হত্যাচেষ্টা মামলায় গতকাল বুধবার ঢাকা মহানগর জজ আদালত থেকে জামিন পান আমান। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর গত ২৯ সেপ্টেম্বর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকার কেরানীগঞ্জের ব্যবসায়ী ওসমান গণি অভিযোগ করেন, আমানউল্লাহ আমান হত্যার উদ্দেশ্যে গত ২৯ মে তাঁর ওপর হামলা চালিয়েছেন।
No comments