ডেঙ্গু প্রতিরোধে চাই জনসচেতনতা
সোয়াইন ফ্লুর ধকল কাটিয়ে উঠতে না-উঠতেই রাজধানীবাসী ভুগছে ডেঙ্গু-আতঙ্কে। প্রতিষেধক না থাকায় এ রোগের ভয়াবহতা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রতিবছর শীতের শুরুর মৌসুমেই ডেঙ্গুজ্বরের প্রকপ দেখা দেয়। দুঃখজনক হলেও সত্য, ডাস্টবিন ও ময়লা ড্রেনের নগর আমাদের রাজধানী শহর ঢাকা। অপরিকল্পিত ডাস্টবিন, নর্দমা ও ময়লা নালা মশার বংশবৃদ্ধির অন্যতম স্থান। ঢাকা শহরের পরিকল্পনাহীন নালা ব্যবস্থা ও নর্দমার কারণে ইতিমধ্যে রাজধানীবাসী মশার সঙ্গে যুদ্ধ করছে। মশার ভয়াবহতা এতই ব্যাপক যে দিনের বেলায়ও মশারি টানিয়ে রাখতে হয় মশার হাত থেকে বাঁচার জন্য। এ অবস্থায় এডিস মশার প্রকোপ বেড়ে গেলে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে পড়বে। তখন পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে এবং মানুষের প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তাই নগরবাসীকে ডেঙ্গু-আতঙ্ক থেকে রেহাই দিতে এবং এর ভয়াবহতা থেকে বাঁচানোর জন্য এখনই ঢাকা সিটি করপোরেশনের মশা নিধন কর্মসূচি গ্রহণ করা জরুরি। এর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। যাতে করে সিটি করপোরেশনের পাশাপাশি তারাও ডেঙ্গু-প্রতিরোধে এগিয়ে আসে। সিটি করপোরেশন ও নগরবাসীর সমন্বিত প্রচেষ্টাই পারে ডেঙ্গু মহামারি থেকে রাজধানী ঢাকাকে রক্ষা করতে। এই জনগুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি সংশ্লিষ্ট সবার সুদৃষ্টি কামনা করছি।
বেলাল হোসেন, নীলক্ষেত, ঢাকা।
বেলাল হোসেন, নীলক্ষেত, ঢাকা।
No comments