ইরাকে বন্দিশিবির ক্যাম্প বুকা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র
ইরাকের সবচেয়ে বড় বন্দিশিবির ‘ক্যাম্প বুকা’ গতকাল বৃহস্পতিবার বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০৩ সালে ইরাকে আগ্রাসনের পর থেকে এই শিবিরে হাজার হাজার মানুষকে বন্দী করা হয়। সেসব বন্দীকে হয় মুক্তি, নয়তো ইরাকি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হচ্ছে।
গত বছর ইরাক সরকারের সঙ্গে ক্যাম্প বুকা বন্ধ করা নিয়ে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। বন্দিশিবিরটিতে ১৪ হাজার বন্দী ছিল। এদের বেশির ভাগই কোনো মামলা ছাড়াই মাসের পর মাস কিংবা বছরের পর বছর শিবিরে আটক ছিল।
গত বছর ইরাক সরকারের সঙ্গে ক্যাম্প বুকা বন্ধ করা নিয়ে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। বন্দিশিবিরটিতে ১৪ হাজার বন্দী ছিল। এদের বেশির ভাগই কোনো মামলা ছাড়াই মাসের পর মাস কিংবা বছরের পর বছর শিবিরে আটক ছিল।
No comments