ইয়েমেনে সেনা অভিযান ৮০ জন বেসামরিক লোক নিহত
ইয়েমেনে সেনাবাহিনীর বিমান হামলায় ৮০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির শিয়া বিদ্রোহী গোষ্ঠীর ওপর হামলা চালাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটেছে। সেনা হামলায় বেসামরিক লোকজনের হতাহতের এ ঘটনা তদন্তের জন্য একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইয়েমেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইয়েমেনের আমরান প্রদেশের আদি গ্রামের বারাতা নামের একটি রাস্তার পাশে গত বুধবার উদ্বাস্তু লোকজনের ওপর যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। এতে ৮০ জন বেসামরিক লোক মারা যায়।
গতকাল বৃহস্পতিবার একজন প্রত্যক্ষদর্শী জানান, উদ্বাস্তু লোকজন রাস্তার পাশে গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিল। সেনাবাহিনীর বিমান হামলা তাদের ৮০ জনের প্রাণ কেড়ে নিল। নিহত লোকজনের অধিকাংশই নারী ও শিশু। আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, ওই হামলায় অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে।
একজন সরকারি কর্মকর্তা বলেন, শিয়া জাতিগোষ্ঠীর ‘হুথি’ বিদ্রোহীরা উদ্বাস্তু লোকজনের মধ্যে আশ্রয় নেওয়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইয়েমেনের আমরান প্রদেশের আদি গ্রামের বারাতা নামের একটি রাস্তার পাশে গত বুধবার উদ্বাস্তু লোকজনের ওপর যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। এতে ৮০ জন বেসামরিক লোক মারা যায়।
গতকাল বৃহস্পতিবার একজন প্রত্যক্ষদর্শী জানান, উদ্বাস্তু লোকজন রাস্তার পাশে গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিল। সেনাবাহিনীর বিমান হামলা তাদের ৮০ জনের প্রাণ কেড়ে নিল। নিহত লোকজনের অধিকাংশই নারী ও শিশু। আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, ওই হামলায় অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে।
একজন সরকারি কর্মকর্তা বলেন, শিয়া জাতিগোষ্ঠীর ‘হুথি’ বিদ্রোহীরা উদ্বাস্তু লোকজনের মধ্যে আশ্রয় নেওয়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
No comments