ফুটবলে পাঁচ রেফারি আজ থেকে
উয়েফা কাপ নাম বদলে ‘ইউরোপা কাপ’ হওয়ার পর আজই প্রথম মাঠে গড়াচ্ছে ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট। তবে এর চেয়েও বড় খবর, এই টুর্নামেন্ট দিয়েই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফুটবলে পাঁচ রেফারির নিয়ম। মূল রেফারির দুই সহকারীর সঙ্গে বাড়তি আরও দুজন সহকারী থাকবেন দুই গোলপোস্টের পেছনে। পেনাল্টি বক্সের মধ্যে জার্সি ধরে টানাটানি, ইচ্ছাকৃত ডাইভিং, বল গোললাইন অতিক্রম করেছে কি না—এসব দেখাই হবে এ দুই রেফারির কাজ। ১৯৯২ সালের ‘ব্যাক-পাস’ আইনের পর এটিকেই ফুটবলের সবচেয়ে বৈপ্লবিক পরিবর্তন বলে দেখা হচ্ছে।
বাড়তি এ দুই রেফারির ধারণাটা এসেছে উয়েফা-প্রধান মিশেল প্লাতিনির মাথা থেকে। এই সাবেক তারকার ধারণা, পাঁচ রেফারি ফুটবলে বিতর্ক কমিয়ে আনবে, ‘বহু বছর ধরে ফুটবলাররা প্রতারণা করে আসছে, কারণ রেফারিংয়ের মান ভালো ছিল না। বাড়তি রেফারি যোগ হওয়ায় ফুটবলারদের এখন অভিনয় বাদ দিতে হবে।’ পরীক্ষাটা সফল হলে এই নিয়ম দেখা যাবে আগামী বছরের চ্যাম্পিয়নস লিগ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও।
বাড়তি এ দুই রেফারির ধারণাটা এসেছে উয়েফা-প্রধান মিশেল প্লাতিনির মাথা থেকে। এই সাবেক তারকার ধারণা, পাঁচ রেফারি ফুটবলে বিতর্ক কমিয়ে আনবে, ‘বহু বছর ধরে ফুটবলাররা প্রতারণা করে আসছে, কারণ রেফারিংয়ের মান ভালো ছিল না। বাড়তি রেফারি যোগ হওয়ায় ফুটবলারদের এখন অভিনয় বাদ দিতে হবে।’ পরীক্ষাটা সফল হলে এই নিয়ম দেখা যাবে আগামী বছরের চ্যাম্পিয়নস লিগ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও।
No comments