ইতালিতে ভূমিকম্পে দুর্গতদের নতুন ঘর দিলেন বারলুসকোনি
ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি তাঁর দেশের প্রলয়ংকরী ভূমিকম্পে আশ্রয়হীন মানুষের জন্য নতুন ঘর দিয়েছেন। গত মঙ্গলবার তিনি এসব ঘরের চাবি দুর্গত মানুষের মাঝে হস্তান্তর করেন। আবরুজ্জু অঞ্চলের লাএকুইলা শহর ও এর আশপাশ এলাকায় গত ৬ এপ্রিলের ভূমিকম্পে প্রায় তিন শ মানুষ নিহত হয়। ওই ভূমিকম্পের পর থেকে ১১ হাজার মানুষ গৃহহীন হয়ে অস্থায়ী তাঁবুতে বাস করছে। এএফপি।
ভূমিকম্পের প্রায় পাঁচ মাস পর বিধ্বস্ত গ্রাম ওন্নার আশ্রয়হীন মানুষের জন্য এসব ঘর বণ্টন করা হলো। এই প্রথম বারলুসকোনি ওই গ্রামে গেলেন। ওই দিন তিনি ৯৪টি ছোট ঘর দুর্গত মানুষের মধ্যে বণ্টন করেন। ভূমিকম্পে ওই গ্রামেই নিহত হয়েছিল ৪১ জন বাসিন্দা। এলাকার অবকাঠামো বিশেষ করে রাস্তাঘাট এখনো বিধ্বস্ত রয়েছে।
এসব ঘরের প্রতিটিতে দেওয়া হয়েছে ফ্লাট টেলিভিশন, চিঠির বাক্স, এমনকি টুথপেস্ট পর্যন্ত। বারলুসকোনি ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এক বাসিন্দার হাতে ঘরের চাবি তুলে দিয়ে বলেন, এই চাবি নিয়ে আপনারা ঘরে যান এবং আমি আশা করছি, ওই ঘরটি আপনাদের জন্য নতুন জীবনের ভালোবাসার একটি গৃহে পরিণত হবে।
ভূমিকম্পের প্রায় পাঁচ মাস পর বিধ্বস্ত গ্রাম ওন্নার আশ্রয়হীন মানুষের জন্য এসব ঘর বণ্টন করা হলো। এই প্রথম বারলুসকোনি ওই গ্রামে গেলেন। ওই দিন তিনি ৯৪টি ছোট ঘর দুর্গত মানুষের মধ্যে বণ্টন করেন। ভূমিকম্পে ওই গ্রামেই নিহত হয়েছিল ৪১ জন বাসিন্দা। এলাকার অবকাঠামো বিশেষ করে রাস্তাঘাট এখনো বিধ্বস্ত রয়েছে।
এসব ঘরের প্রতিটিতে দেওয়া হয়েছে ফ্লাট টেলিভিশন, চিঠির বাক্স, এমনকি টুথপেস্ট পর্যন্ত। বারলুসকোনি ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এক বাসিন্দার হাতে ঘরের চাবি তুলে দিয়ে বলেন, এই চাবি নিয়ে আপনারা ঘরে যান এবং আমি আশা করছি, ওই ঘরটি আপনাদের জন্য নতুন জীবনের ভালোবাসার একটি গৃহে পরিণত হবে।
No comments