আত্মহত্যা করেছেন কেরালার কিডনি বিশেষজ্ঞ আব্রাহাম!

আত্মহত্যা করেছেন কেরালার বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ সিনিয়র সার্জন জর্জ পি. আব্রাহাম। কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে অবস্থিত তার ফার্মহাউসে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মৃতদেহ। এর পাশে একটি সুইসাইড নোটও ছিলো। এতে বলা হয়, শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তিনি কর্মস্থলে যেতে পারছেন না। সেই হতাশা থেকে আত্মহত্যা করেছেন। আব্রাহাম তার পাঁচ দশকের ক্যারিয়ারে ২ হাজার ৫০০ কিডনি প্রতিস্থাপন করেছেন, যা কেরালাতে রেকর্ড। এ খবর দিয়েছে গালফ নিউজ।  সম্প্রতি তার মেরুদণ্ডের অস্ত্রপচার হয়েছে। ওই ফার্মহাউসের পাশে বসবাসকারী এক বাসিন্দা জানান, প্রতি রোববার ফার্মহাউসে যেয়ে সময় কাটাতেন ডা. আব্রাহাম। এভাবেই তিনি রোববার (২রা মার্চ) ফার্মহাউসে যান। সঙ্গে তার ভাইও ছিলেন।  এক পর্যায়ে ভাইকে সেখান থেকে পাঠিয়ে দেন তিনি। সোমবার খবর ছড়িয়ে পড়ে তিনি আত্মহত্যা করেছেন। রেনাল স্পেশালিস্ট বিশেষজ্ঞ হিসেবে তিনি তৃতীয় কোনো সার্জন-  যিনি লাপারোস্পোপিক মেথড ব্যবহার করে ডোনারের দেহ থেকে কিডনি সংগ্রহ করেছেন। বাকি যেসব কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো তিনি মৃতদেহ থেকে কিডনি নিয়ে তা প্রতিস্থাপন করেছেন। যা কেরালাতে সচারচর হয় না। আব্রাহাম একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন সভা, সেমিনারে অংশগ্রহণ করে অনুজদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করতেন। স্থানীয় পুলিশ তার অস্বাভাবিক মৃত্যু নিয়ে একটি মামলা দায়ের করেছে এবং এ বিষয়ে একটি তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, তার অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার দুপুরে এসটি জর্জ জ্যাকোবাইট সিরিয়ান চার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই চার্চটি চেরাথোত্তাকুনেলে অবস্থিত। 
mzamin

No comments

Powered by Blogger.